আমাদের কথা খুঁজে নিন

   

ঘুনে আক্রান্ত তুমি

বন্ধু তোমার রক্তে ঘুন ধরেছে তাইত অবিচারে তোমার রক্ত টগবগ করে ফোটেনা। বন্ধু তোমার চোখে ঘুন ধরেছে; তাইত প্রতিবাদ তোমার কাছে অস্পষ্ট কিংবা মৃত। বন্ধু তোমার হৃদপিন্ডে ঘুন ধরেছে; তাইত অন্যায়ে তোমার হৃদপিন্ড স্থবির। বন্ধু তোমার শিহরনে ঘুন ধরেছে; তাইত হাজারো অন্যায়ের বিরুদ্ধে তোমার বিকলাংগ ভুমিকা। বন্ধু তোমার পিত্ততে ঘুন ধরেছে; বন্ধু তোমার অস্তিত্বে ঘুন ধরেছে ঘুনে খেয়ে ফেলেছে তোমার সমগ্র স্বত্তা বন্ধু তুমি ঘুন তাড়াও, নতুবা তুমি একদিন রুপান্তর ঘটব্‌ একটি বৃহদায়তন ঘুনে যা সমাজ কে করবে বিনষ্ট!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।