আমাদের কথা খুঁজে নিন

   

কিশোরগঞ্জে এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্প্রচার বন্ধ: এইতো শুরু, কার ধাক্কায় কত জোর এইবার বুঝবে মাহফুজ না ( ইভা ) ?

জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর হামলা ও সাগর-রুনী সম্পর্কে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। আজ বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত কিশোরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ থেকে কিশোরগঞ্জে এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্প্রচার বন্ধ করে দেয়ার দাবি জানানোর পর পরই জেলায় এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্প্রচার বন্ধ করে দিয়েছেন ক্যাবল অপারেটর ব্যবসায়ীরা। মানববন্ধন কর্মসূচিতে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবে সহ-সভাপতি এ.কে. নাছিম খান, সাধারণ সম্পাদক সাইফুল হক মোল্লা দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহমেদ রাজন প্রমুখ। সমাবেশে বক্তারা সাগর-রুনী হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকায় কর্মসূচি চলাকালে সাংবাদিকদের উপর এটিএনের সাংবাদিকদের সন্ত্রাসী হামলা চালানোর ঘটনার তীব্র নিন্দা জানান এবং এর বিচার দাবি করেন। একই সঙ্গে সাগর-রুনী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এটিএন চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। কিশোরগঞ্জ ক্যাবল নেটওয়ার্ক-এর সভাপতি লেলিন রায়হান শুভ্র শাহিন চ্যানেল দুটি সম্প্রচার বন্ধের কথা স্বীকার করেছেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.