আমাদের কথা খুঁজে নিন

   

কিশোরগঞ্জে বিএনপির ৩৫ নেতাকর্মী কারাগারে

আসামিদের মধ্যে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীম মাহমুদ জসীমও রয়েছেন।

বুধবার কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীবুল হাসান এ আদেশ দেন বলে আসামি পক্ষের আইনজীবী বদরুল মোমেন মিঠু জানিয়েছেন।

এরআগে আসামিরা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন।

মেয়াদ শেষে আদালতে আত্মসমর্পন করে আবারো জামিনের আবেদন করেছিলেন তারা।

এ নিয়ে এই হত্যা মামলায় ৩৮ জনের জামিন নাকচ করে কারাগারে পাঠানো হল।  

মঙ্গলবার এ হত্যা মামলায় পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বাদল ও কর্মী সুমন মিয়ার জামিন নাকচ করে কারাগারে পাঠায় আদালত।

গত ২৮ অক্টোবর বিএনপির নেতৃত্বাধীন জোটের অবরোধ চলাকালে সংঘর্ষে শের আলী নামে একজন নিহত হন।

আওয়ামী লীগ কর্মী শের আলীর ছোট ভাই মো. জহির মিয়া ৬৬ জনের নামসহ অজ্ঞাত পরিচয় আরো ৭/৮শ’ জনকে আসামি করে বাজিতপুর থানায় হত্যা মামলা করেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.