আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটার পাওয়ার সাপ্লাই ইউনিট (পিএসইউ)

BLOG OF THE GEEK আমরা অনেকেই ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করি। আজকাল অনেকেই পোর্টেবিলিটির জন্য ল্যাপটপ ব্যবহার করেন, কিন্তু কিছু কিছু কাজে ডেস্কটপ কম্পিউটার অপরিহার্য। ডেস্কটপ বনাম ল্যাপটপ তর্কে যাচ্ছি না, বরং আসল কথায় আসি। পিসির অনেকগুলো হার্ডওয়্যারের ভিতর পাওয়ার সাপ্লাই একটি। আমরা প্রসেসর, গ্রাফিক্স কার্ড সব কিছু আপগ্রেড করার জন্য পাগল হয়ে যাই, কিন্তু যখন শুনি এই গ্রাফিক্স কার্ড চালাতে হলে ভাল পাওয়ার সাপ্লাই লাগবে, তখন আমাদের অনেক কষ্ট হয়।

আমার মতে, কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ন পার্ট হচ্ছে পাওয়ার সাপ্লাই। একটি ভাল পাওয়ার সাপ্লাই আপনাকে নয়েজ এবং রিপল ছাড়া ক্লীন পাওয়ার দিবে, অন্যদিকে আমরা সাধারণত কমদামে যেই পাওয়ার সাপ্লাই ইউনিট কিনি, সেগুলোর পাওয়ার আউটপুট কম, যেমন ৫০০ওয়াট লেখা থাকলে ২৫০ওয়াট ও দিবে কিনা সন্দেহ; নয়েজ এবং রিপল লেভেল অনেক বেশি। এফিসিয়েন্সিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকেরই পাওয়ার সাপ্লাইএর এফিসিয়েন্সি সম্বন্ধে ভুল ধারনা আছে। তারা মনে করেন, একটা ৫০০ওয়াটের পাওয়ার সাপ্লাইএর যদি ৮০% এফিসিয়েন্সি থাকে, তাহলে সেটার আউটপুট হবে ৪০০ওয়াট।

আসলে এই ধারনাটি ভুল। আপনার যদি একটি ৫০০ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকে এবং তার এফিসিয়েন্সি যদি ৮০% হয়ে থাকে, তাহলে ১০০% লোডে পিএসইউটি ওয়াল সকেট থেকে (১০০/৮০ * ৫০০) ৬২৫ওয়াট নিয়ে আপনার পিসির কম্পোনেন্ট গুলোকে ৬২৫ওয়াটের ৮০% তথা ৫০০ওয়াট পাওয়ার দেবে। বাজারে যেইসব কম দামী পাওয়ার সাপ্লাই পাওয়া যায়, সেগুলোর এফিসিয়েন্সি সাধারনত অনেক কম হয়। এফিসিয়েন্সি কম হওয়াতে পিএসইউটিকে প্রয়োজনের চেয়ে অনেক বেশি পাওয়ার ইনপুট দিতে হবে, অতএব আপনার বিদ্যুৎ বিল বেড়ে যাবে। এবার আসা যাক বাজারে কি কি পাওয়ার সাপ্লাই পাওয়া যায় সে ব্যাপারে।

কম দামী পিএসইউএর ভিতর অনেক ব্র্যান্ড আছে। ডিলাক্স, ভ্যালুটপ, এক্সট্রিম, ট্রান্সনেট, ওভো, স্পেস, এলিয়েন, ইত্যাদি। ডিলাক্স আর ভ্যালুটপ কমদামের ইউনিটগুলোর ভিতর একটু ভাল হওয়ায় এগুলোর আবার নকলও বের হয়ে গেছে। এক্সট্রিম তেমন জনপ্রিয় না হলেও ৬০০টাকায় এটা ভাল ইউনিট। বাজারে কম দামী পিএসইউর অভাব না থাকলেও ভাল ব্র্যান্ডের পিএসইউ খুব কম।

বাংলাদেশে ভাল ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে থার্মাল্টেক, যদিও আন্তর্জাতিকভাবে এদের কয়েকটি সিরিজের পিএসইউ ছাড়া বেশিরভাগই তেমন আহামরি কিছু না। আপনি যদি একটা দোকানে গিয়ে বলেন ভাল ব্র্যান্ডের পিএসইউ দিতে, দোকানদার আপনাকে থার্মাল্টেক দেবে। বাংলাদেশে থার্মাল্টেকই ভাল ব্র্যান্ড। আরও আছে ডেল্টা এবং ইনউইন। ইনউইন বাজারে নতুন আসলেও ডেল্টা এখানে কয়েক বছর ধরে আছে।

এক বছর আগে এক্সএফএক্স এর ৪৫০, ৫৫০, ৬৫০, ৭৫০, ৮৫০ ওয়াটের ইউনিটগুলো পাওয়া যেত, যেগুলো আমার মতে বাংলাদেশে পাওয়া যায়/যেত এমন পিএসইউর ভিতর সবচেয়ে ভাল ছিল। এগুলো কেন এখন আর আনা হয় না আমি জানিনা। থার্মাল্টেক এর বেশ কয়েকটি পিএসইউ চ্যানেলওয়েল (CWT) এর ইউনিটে তৈরি। ইনউইন এর বেশিরভাগ মডেলই CWT এর ইউনিট, কিন্তু সম্প্রতি তারা এ্যান্ডীসন এর ইউনিটের পিএসইউ বানাচ্ছে, যেটা তেমন একটা পরিচিত না। অন্যদিকে ডেল্টা নিজেরাই ইউনিট বানায়।

আসুস, থার্মাল্টেক, এন্টেক, এর অনেক পাওয়ার সাপ্লাইএর ইউনিট ডেল্টার বানানো। এক্সএফএক্স এর মেইন ইউনিট বানায় সিজনিক। আমার মতে, সিজনিক এর ইউনিট বিশ্বের সবচেয়ে সেরা। সিজনিক এর ইউনিটে করস্যায়ার এবং এক্সএফএক্স এর অনেক পিএসইউ বানানো। যাইহোক, এখন আসা যাক আপনি কোনটা কিনবেন।

আপনি যদি দোকানে গিয়ে জিজ্ঞেস করেন যে কোনটা আপনার জন্য ভাল হবে, দোকানদারের আপনাকে যেটা বিক্রি করে সর্বোচ্চ লাভ হবে অথবা যেটা তার দোকানে আছে সেটাই দিতে চাইবে, স্বাভাবিকভাবেই। আমার পোস্টটি মূলত এইজন্যই, যাতে দোকানদার আপনাকে ভুল বোঝাতে না পারে। পাওয়ার সাপ্লাই কেনার ক্ষেত্রে বাজেটএর চেয়ে আপনার কম্পোনেন্ট গুলোর প্রয়োজনটাই বেশি গুরুত্বপূর্ণ। একটি পিএসইউ কেনার সময় আপনাকে যেটার দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে +12V রেইলের ampere. কম দামী (৩০০-১৫০০টাকা) ইউনিটগুলোতে সাধারণত 7A থেকে 22A পর্যন্ত থাকে। তার মানে হচ্ছে যেই পিএসইউ তে +12V তে 22A আছে সেটার +12V থেকে আপনি সর্বোচ্চ (১২*২২) ২৬৪ ওয়াট পাবেন।

3.3V এবং 5V রেইলের আরও কিছু ampere থাকে, যেগুলো বেশিরভাগ হার্ডডিস্ক এবং অপ্টিকাল ড্রাইভের জন্য ব্যবহৃত হয়। +12V মূলত প্রসেসর, গ্রাফিক্স কার্ড এবং কুলিং ফ্যান গুলোকে পাওয়ার দেয়। অতএব, +12v তে যত বেশি amps থাকবে, আপনার পাওয়ার সাপ্লাই তত বেশি ভাল হবে। আপনার যদি ৫০০-৫৫০ওয়াটের পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয়, তাহলে আমি আপনাকে Thermaltake Smart 550W টা নিতে বলব। এক্সএফএক্স থাকলে চোখ বন্ধ করে সেটা নিতে বলতাম।

এখন এটার দাম ৭০০০টাকার মত। বাজেট একটু কম হলে ডেল্টা ৫৫০ওয়াট নিতে পারেন, দাম ৫৫০০টাকা। ৫৫০ওয়াটের উপর দরকার হলে Thermaltake Toughpower XT অথবা Toughpower Grand এই সিরিজের পিএসইউ নিতে পারেন। ইনউইন এর ৭৫০/৮৫০ওয়াট এর কয়েকটি মডেল আছে, কিন্তু সেগুলো এ্যান্ডীসন ইউনিটে তৈরি যা এখনো তেমন একটা পরিচিত নয়। গিগাবাইটের সুপার্ব ৪৬০/৭২০ওয়াটের মডেলগুলো তেমন ভাল না, নয়েজ আর রিপল লেভেল অনেক বেশি।

সঠিক পাওয়ার আউটপুটও দিতে পারে না। ওডিন প্রো সিরিজের পিএসইউগুলো সুপার্বের চেয়ে ভাল। বাইরে থেকে আনালে সিজনিক, করস্যায়ার, এনারম্যাক্স, এ্যান্টেক, ইত্যাদি ব্র্যান্ডের পিএসইউ আনাতে পারেন। যেই পিএসইউই কিনেন না কেন, কেনার আগে অন্তত hardwaresecrets.com এবং jonnyguru.com এই দুটো সাইটে পিএসইউটির রিভিইউ দেখে নেবেন। লিখতে গিয়ে কয়েকটি পয়েন্ট বাদ পড়ে যেতে পারে, মনে পড়লে আমি আবার আপডেট করে দেব।

আপনার যদি কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে মন্তব্য করতে ভুলবেন না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.