আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার কত রুপ!

তোমাকে অনেক মনে পড়তেছে , আশা করি ভাল আছ। যদিও জানি তুমি ভাল নেই। আমার কথা তোমাকে অনেক বিরক্ত করে তাই না? জান? তমাকে অনেক ভালবাসি আর তাই সারাক্ষন তমাকে কাছে চাই। আগের দিনগুলো অনেক মনে পড়ে। ফেসবুকে ১৩ ঘণ্টা একসাথে থাকা, ঘণ্টা পর পর তোমার ফোন বা মেসেজ আসা।

সেই বেপার গুলো অনেক মনে পরে। জানা, কেন যে তোমাকে মনের কথাটা বললাম! আজও আফসোস করি। যেভাবে চলতেছিল চলতো। আমার চাওয়াটা আমার মনেই থাকতো! তাহলে ভাল হত। তুমি জান্তা না কিছুই।

জ জানিনা তোমার মনে কি চলতেছে তুমি কি চাও বা না চাও। আমাকে সত্যি ভালবাস কি না, কিছুই জানিনা। জান তোমার মনের অবস্থা এখন বুঝি। মনে আছে এক ভাইয়ার কথা বলছিলাম আমাকে পছন্দ করে । যেদিন জানতে পারি এ কথা আমি তো মহা উত্তেজনায় এই ভেবে যে কিভাবে এটা হলো।

তোমার ক্ষেত্রেও তাই ঘটছে । যেদিন জানলা আমার কথা। উত্তেজনায় কিছুই ভাবতে পারনি। আর আমার সাথে জড়িয়ে পড়লা। তাই না? আমাকে ভালোবাস কিনা এই প্রশ্নের উত্তর আমি জীবনেও পাব না জানি।

আমি তোমাকে অনেক ভাবেই কষ্ট দিয়েছি, সেগুলোর জন্য ক্ষমা চাই । আমি যা ভাবছি জানি শেষ পর্যন্ত তাই হবে। আর আমি তাই করবো। তোমার উপর আমার কন অধিকার নেই। তোমার জীবনে আমি সত্যি আর কন সমস্যা সৃষ্টি করতে চাই না।

শুধু অপেক্ষা করবো তোমার , এই ছাড়া আর কিছু করার নেই। ব্যাবহারে তুমি কষ্ট পাইছো তাই তুমি দেখা করতে চাও না। সত্যি আমিও চাই না আর কন অপরাধ করি। তোমাকে সাহায্য করার ক্ষমতা আমার নেই তাই এই টুকু হেল্প করলাম। দয়া করে এই নিয়ে আমার সাথে তর্ক বা প্রশ্ন করবা না।

অনেক আগে তোমাকে নিয়ে একটা লেখা লিখেছিলাম সেই টাও দিয়ে দিলাম। তোমার কাছেই থাক এই লেখা গুলো। জানা, সারাদিনে এক সেকেন্ড , এক মিনিটও নেই জখন তোমাকে মনে করি না। যদি আলাদা হয়ে যাই , বাচতে হবে তোমাকে ছাড়া এই ভেবে প্রতি মুহূর্তে মৃত্যুর বেদনা হয়। জানিনা এই ব্যাথা কেমন কিন্তু অনেক কষ্ট হয়।

চোখের পানি থামেই না এই সব ভেবে । তুমি বল কিভাবে এত কাছের মানুষটিকে ভুলে থাকা যায় ? তুমি বুঝবানা। সত্যিকার ভালবাসা যেদিন তোমার জীবনে আসবে সেদিন বুঝবা। অনেক ভালবাসি। love u jana. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.