আমাদের কথা খুঁজে নিন

   

আমার কিছু কথা ..... [যারা শিবির করেনতাদের দৃষ্টি আকর্ষণ] (যারা গালি দিবেন, ধরে নিব তারা আমার কথা মেনে নিয়েছেন । {যুক্তিযুক্ত সব মন্তব্য গ্রহণযোগ্য})

আমার লেখা পড়ে.................. আমি যতদূর জানি ইসলামে বলা হয়েছে মিথ্যা বলা মহাপাপ । এবং বলা হয়েছে সকল পাপের প্রথম উৎপত্তি মিথ্যা থেকে । আমি কি ভুল জানি । এখানে যারা জাময়ত শিবির আছেন, তাদেরকে কয়েকিটা প্রশ্ন করতে চাই । আশা করি সঠিক উত্তর পাবো? আপনাদের স্বার্থে উত্তরগুলো দরকার ।

১.) ধরেণ আপনি একজন শিবিরের সাথী । হয়ত একদিন আরো উচু পদে যাবেন । এখনই যদি আপনি নিজের পরিচয়ে বলেন ও লিখেন - “শুরা সদস্য” সেটাকি অন্যায় হবে? ----- যে কোন সৎ মানুষই বলবে আপনি অন্যায় করছেন । মিথ্যা বলছেন । আর ইসলামে বলা হয়েছে মিথ্যা বলা মহাপাপ ।

***** যাই হোক কলেজের পদবীটাতো জানেন? ক) প্রভাষক খ) সহকারী অধ্যাপক গ) সহযোগী অধ্যাপক ঘ) অধ্যাপক । প্রভাষক থেকে অদ্যাপক হতে কাগুজে নিয়মে ১২ বছর লাগে । কিন্তু বাংলাদেশে কোন কোন ক্ষেত্রে ২০-২৫ বছরও লেগে যায় । একজন প্রভাষক যদি তার নামের সাথে অধ্যাপক লাগায় এটা কি পাপ/মিথ্যা বা অপরাধ নয়? গোলাম আযম শুধূ মাত্র প্রভাষক ছিলেন, তাহলে আপনি বলুনতো তিনি কি অপরধী নন? মানুষজনকে এক ধরণের প্রতারণা করেণ নি? ২) আপনাদের নেতারা বারবার মাদ্রাসা শিক্ষার দিকে জোর দিচ্ছেন । গোলাম আযমের একাধিক বইয়ে তিনি বর্তমান এ দেশীয় শিক্ষাকে বর্জণের কথা বলেছেন ।

কারণ এটি ইসলাম বিরোদ্ধী শিক্ষা । ******* আপনি ভাই বলুনতো আপনাদের কোন কোন নেতার ছেলে কোন কোন মাদ্রাসায় পড়ে । উত্তর নেই তাইনা ? আপনাদের শীর্ষ স্থানীয় কোন নেতার েসন্তানই মাদ্রাসায় পড়েননি বা পড়েন না । তারা ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে বিদেশে পর্যন্ত পড়ালেখা করেন । আপনারা উত্তর দেন তাদের নিজেদের ছেলেদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে কেন অন্যের সন্তানকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করতে বলেণ ।

(নবীজীর মিষ্টি বিষয়ক হাদীসটি নিশ্চয় জানেন । ) যারা মূখে এক কাজে আরেক, তাদের কে ইসলামের ভাষায় কি বলে? মুনাফেক না? ৩) সৌদী আরবের প্রাত জামায়তে ইসলামীর অন্ধ একটা আনুগত্য দেখা যায় । তাদের ভাষায় সৌদী আরব ইসলামী দেশ, নবীর জম্মভূমী । ********* বলেনতো নবীর জম্মভূমী বড়নাকি কোরাণ হাদীস বড়? ণিশ্চয় বলবেন কোরাণ হাদীস । তাহলে দয়া করে উত্তর দেন- ইসলামে রাজতন্ত্রকে হারাম করা হয়েছে ।

সুরা নমল/নহল (সঠিক নাম মনে পড়ছেনা )- এ স্পষ্ট এটা বলা হয়েছে । সৌদী আরবে এ সুরাটি নিষিদ্ধ । তাহলে বলেন আপনাদের নেতারা যদি ধর্মপ্রাণই হন তা হলে এ রজতন্ত্রের সমর্থণ নেন । তাদের আজ্ঞাবহ হন । আর একটি সুরা নিষিদ্ধ! এ কি কোরাণ অবমাননা নয়? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।