আমাদের কথা খুঁজে নিন

   

ল্যাপটপ কিনতে চান? কয়েকটা স্যাম্পল দেখে যান। মাথা ঘুইড়া পইড়া গ্যালে আমার দোষ নাই

জামাত-শিবির দূরে গিয়া মর! বর্তমানে একটা ল্যাপটপ না থাকলেই নয়। ল্যাপটপ এখন শখের চেয়ে প্রয়োজন হয়ে দেখা দিয়েছে। অনেকেই ডেস্কটপের চেয়ে ল্যাপটপ ব্যবহার করতে পছন্দ করেন। ল্যাপটপের আবার বেশ কিছু সুবিধাও আছে। আর তাই যার ল্যাপটপ কিনবেন, কিনতে চাচ্ছেন বা ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্যই এই পোষ্ট।

কিছু ল্যাপটপ সাজেশন করলাম, দেখেন কোনটা পছন্দ হয় কি না! ১০) Acer Ferrari 1100 -> $ ৩,০০০ ডলার না ভাই, এইটা নোকিয়া ১১০০ না। এসার ফারারি ১১০০। এসারের এই ল্যাপটপ কার্বন ফাইবারে মোড়ানো, হাই-স্পেসিফিকেশনের এই হাই পারফরম্যান্স ল্যাপটপ কিনতে আপনাকে গুনতে হবে ৩০০০ ডলার। মানে বাংলাদেশী টাকায় ২,৩৪,০০০ টাকা। ৯) Dell Precision M6400 -> $ ৩,০০০ ডলার সুপার ফাষ্ট ১০৬৬ মে.হার্টজ এফএসবি প্রসেসর, এনভিডিয়া কোয়াড্রো গ্রাফিক্স, ১৬ জিবি র‌্যাম, ১ টে.বা হার্ডডিস্ক, ১৭ ইঞ্চি আরজিবি এলইডি, ডুয়াল এ্যারো মাইক্রোফোন, ২ মেগা পিক্সেল ক্যামেরা সহ অত্যাধুনিক সব ফিচার সহ এই ল্যাপ্পিকে ঘরে আনতে হলে আপনাকে ৩০০০ ডলার মানে ২ লাখ ৩৪ হাজার টাকা খরচ করতে হবে।

৮) Toshiba Qosmio G35-AV660 -> $ ৩,৫০০ ডলার ২ গিগা হার্টজ কোর টু ডুয়ো, ২৪০ গিগা হার্ডডিষ্ক, এনভিডিয়া জিফোর্স গো ৭৬০০ ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, এইচডি ডিভিডি প্লেয়ার টাচপ্যাড সহ আধুনিক ফিচার ভরা এই ল্যাপ্পিকে মাত্র ৩৫০০ ডলার বা ২ লাখ ৭৩ হাজার টাকা দিয়ে নিজের করে নিতে পারবেন। ৭) Lenovo ThinkPad W700DS -> $ ৪,৫০০ ডলার কোর টু কোয়াড এক্সট্রিম, ৪ জিবি র‌্যামের সাথে ১০.৬ ইঞ্চি (কোনাকুনি) সেকেন্ডারি স্ক্রীনের এই লেপ্পুকে ৪৫০০ ডলার বা ৩ লাখ ৫১ হাজার টাকায় ঘরে আনতে পারবেন। ৬) Alienware Area 51 -> $ ৫,০০০ ডলার স্লিম ষ্টাইলিশ এই ল্যাপটপটি গেম পাগল পোলাপাইনের জন্য পারফেক্ট। এডভান্স টেকনোলজি আর হাই গ্রাফিক্স রেজ্যুলোশন এর এই ল্যাপি কে মাত্র ৫০০০ ডলার বা ৩ লাখ ৯০ হাজার টাকা দিয়ে আপন করে নিতে পারেন। ৫) Rock Xtreme SL8 -> $ ৫,০০০ ডলার কোর টু কোয়াড প্রসেসর, ৮ জিবি র‌্যাম এর এই ৫০৩ কেজির ল্যাপ্পু একটু ভারীই বলা যায়।

তবে চমৎকার গতি সবকিছুকেই হার মানাতে যথেষ্ঠ। মাত্র ৫০০০ ডলার বা ৩ লাখ ৯০ হাজার টাকা খরচ করলে এই ল্যাপ্পুকে আপনিও পেতে পারেন। ৪) Voodoo Envy H: 171 -> $ ৮,৫০০ ডলার হাইসেন না! এইটা ল্যাপ্পুর নাম, গালাগালি না। ভুডুর এই ল্যাপ্পু সিরিয়াস ইউজার আর গেমারদের জন্য। ষ্টাইল আর পারফরম্যান্সের দারুন কম্বিনেশনের এই লেপুকে পাবেন ২৪টি রঙে।

মাত্র ৮৫০০ ডলার বা ৬ লাখ ৬৩ হাজার টাকার বিনিময়ে। ৩) Ego for Bentley -> $ ২০,০০০ ডলার নামেই ইগো, কামে ফক্কা। অনেকটা বড়লোকের নিকম্মা মেয়ের মত। মাত্র ১৬০ গিগা হার্ডডিস্ক ৬৪ বিট প্রসেসর এর এই দেমাগী লেপ্পুকে ইচ্ছা হইলে ২০,০০০ ডলার মানে ১৫ লাখ ৬০ হাজার টাকায় কিনতে পারেন। ২) Tulip E-Go Diamond -> $ ৩,৫৫,০০০ ডলার শখের তোলা লাখ টাকা।

নারীদের জন্য তৈরী এই লেপ্পু লেডিস হ্যান্ডব্যাগের আদলে তৈরী, চামড়ার স্কীন দিয়ে মোড়ানো। দাম বেশি না, মাত্র ৩,৫৫,০০০ ডলার মানে ২ কোটি ৭৬ লাখ ৯০ হাজার টাকা। কিনতে চাইলে যোগাযোগ করেনঃ ইগো লাইফষ্টাইল ১) Luvaglio -> $ ১ মিলিয়ন ডলার রোহান সাহেব হীরার বাটন অষ্ট্রিচের চামড়ায় মোড়ানো বিটকেলে নামের এই ল্যাপ্পুর প্রতিষ্ঠাতা ও সিইও রোহান সিনক্লেয়ার লুভাগলিও । এই ল্যাপ্পুর সবচেয়ে বড় বিশেষত্ব, আপনি আপনার পছন্দমত মেটারিয়াল সিলেক্ট করে দিতে পারেন। ১২৮ গিগা সলিড ষ্টেট ড্রাইভের এই ল্যাপ্পির পাওয়ার বাটনটা হীরার তৈরী।

বাইরের দিকটা চামড়া, কাঠ বা আপনার পছন্দের মেটারিয়ালে সাজিয়ে নিতে পারবেন। কিনতে চাইলেঃ লুভাগলিও রোহান সাহেব মনে হয় অনলাইনে কেনাবেচায় ভরসা পান না, শত হইলেও মিলিয়ন ডলারের ল্যাপ্পু বলে কথা। তাই তার সাইটে রাইট বাটন অপশন ডিসাবল করা। ছবি দেখতে পারবেন মাগার ডাউনলোড দিতে পারবেন না। সব ইনফো পাসওয়ার্ড প্রটেক্টেড।

তাই যদি ১০,০০,০০০ ডলার বা ৭ কোটি ৮০ লাখ টাকার এই লেপ্পু কেনার ইচ্ছা থাকে তাইলে লন্ডনের হেডকোয়র্টারে যান গিয়া। এই ল্যাপ্পু গুলা দেইখা কি মাথা ঘুরাইতেছে? কি করবো কন? আমি প্রিন্স মানুষ, আমার সাজেশন তো প্রিন্সের মতই হইবো। এইগুলা কিনতে না পারলে নিচেরটা কিনেন। দেশী পন্য, কিন্যা হন ধন্য। দোয়েল পক্ষী ডলার থেকে টাকায় রুপান্তরে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ১ টু ৭৮ ধরা হইছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.