আমাদের কথা খুঁজে নিন

   

১৮+ কৌতুক নিয়ে পোস্ট দিলে হিট হাজার ছাড়িয়ে যায় আর সড়ক দুর্ঘটনা নিয়ে পোস্ট দিলে তার হিট হয় ৪৪। আমরা কি আসলেই সড়ক দুর্ঘটনার অবসান চাই???

হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়। আজ ব্লগ গরম। সড়ক দুর্ঘটনা নিয়ে অনেক লিখা-লিখি। দুজন গুণী মানুষের অকাল মৃত্যুতে সবাই আজ স্বজন হারানোর বেদনায় পুড়ছে কিন্তু এরকম হচ্ছে প্রতিদিন। প্রতিদিন খবরের পাতায় ৫-১০-১৫ কিম্বা তারও বেশী অভাগা মানুষের মৃত্যু সংবাদ।

এগুলো আমাদের টনক নড়ায় না। আমরা হয়ত পড়ে দেখার কিম্বা সেই অভাগা মানুষ ও তাদের পরিবারের প্রতি সহানুভুতি অনুভব করার সময় ও আমাদের হয় না। আমরা অবলীলায় সেই খবর গুলি চেপে যাই যতক্ষন না নিজের কেউ এর স্বীকার হচ্ছে। সড়ক দুর্ঘটনা রোধে সরকার নির্লিপ্ত এবং পুরোপুরি ব্যর্থ। সাধারন মানুষ কতটা সচেতন? জন-সচেতনতা কিম্বা জনদাবী না থাকলে সরকার কি তা করবে?? গত বছর সড়ক দুর্ঘটনা নিয়ে সামুতে একটা পোস্ট দিয়ে ছিলাম, তার পাঠক সংখ্যা ছিল ৪৪ জন।

অথচ একটা রাজনৈতিক ক্যাচাল মুলক পোস্ট, কিম্বা আস্তিক-নাস্তিক ক্যাচাল মুলক পোস্ট কিমা ১৮+ পোস্টে হাজার হাজার হিট! মানুষের জীবন নিয়ে কি ক্ষমাহীন উদাসীনতা! আমাদে ভাগ্যে এছাড়া আর কি ভাল থাকতে পারে???? কয়েক দিনের মধ্যেই এই ঘটনা আমরা ভুলে যাব এবং আবারও একদিন এরকম ঘটনার শুনবার অপেক্ষায় থাকব...হয়ত খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। আগের সেই পোস্ট টি: Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।