আমাদের কথা খুঁজে নিন

   

অল্প কথার গল্প

পঙ্খিরাজে চাদেঁর দেশে আমার বাবার হালের গরু লাঙ্গল জোয়াল মই, অগ্রহায়নে উঠোন ভরা সোনালী ধান কই? দলবেঁধে ধান কাটা হত সকাল দুপুর সাঁঝে, রাতের বেলা ধানের মাড়া ব্যস্থ সকল কাজে। একেক করে উঠত ভরে দু,টি গোলা ধানে, ঘরে বাইরে থাকত ধান ছড়িয়ে সবখানে। গোয়াল ভরা গরু বাছুর গোলা ভরা ধান, এখন এসব অল্প কথার গল্পের উপাদান। হাওর থেকে পুকুর সেচে মাছের বোজা এনে, কুড়ি ত্রিশেক হালি মাগুর রেখেছি ডেগে গুনে। ঘাটের পাড়ে ডিঙ্গি নৌকা বাঁধা এখন নাই, বৃন্দাবনী হুক্কার মাঝে জমেছে ধূলি ছাই। খালি বাড়ির বারো মাসে হরেক রকম ফল, আম আনারস জলপাইয়ে জিবে আসে জল। হাওর পুকুরের মাছগুলি হয়ে গেছে উধাও খালি বাড়ির ফসলের গাছ লতা পাতায় ঘেরাও। আমার বাবার মন ছুটেনা একতারাটার টানে, রাতজাগা সব পাখির মত মালজুড়ার পালাগানে! গোটা গোটা অক্ষরে আর দেননা তিনি চিঠি, মোবাইল ফোনে কথা বলে অশ্র“সজল দিঠি। এখন আমার বাবার হাতে নির্ভরতার লাঠি, ভালোবাসেন থাকতে শুয়ে বিছিয়ে শীতলপাঠি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।