আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের উচ্চশিক্ষা ! নামেই শুধু উচু । বিশ্ববিদ্যালয় যেন প্রতিভা হননকারী এক রাক্ষস ।

একজন শিক্ষার্থীর সপ্ন সে উচ্চশিক্ষিত হবে, জ্ঞানের চরম শিখরে পৌছুবে , অধ্যায়ন করবে এমন এক শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে তার প্রতিভার ঘটবে বিকাশ , সে নিজ থেকে আগ্রহী হবে নতুন কিছু করার । এমনি কিছু আগামীর রঙিন সপ্ন নিয়ে শিক্ষার্থীরা পা রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে উচ্চশিক্ষা লাভের জন্য । দিনে দিনে আমাদের দেশে উচ্চ শিক্ষার চাহিদা বেড়েই চলেছে । জনসংখ্যার বিস্ফোরণ এবং সরকার ও অভিভাবকদের সচেতনতায় প্রতি বছর বিপুল পরিমান ছাত্র-ছাত্রী এখন স্কুল -কলেজে ভর্তি হচ্ছে এবং যথারীতি বের হয়ে আসছে পাশ করে । কিন্তু বিপত্তি ঘটছে যখনি তারা যাচ্ছেন উচ্চশিক্ষা লাভে ।

আজ আমি আলোচনা করতে চাচ্ছি ওই বিষয়টিকে নিয়ে যা সব সময় পর্দার আড়ালেই রয়ে যায় কেননা যখনি আমরা উচ্চশিক্ষা নিয়ে আলোচনা করি সেটা চলে যায় বিশ্ববিদ্যালয় গুলুর বদনামের বিষয়গুলুতে কিংবা পাবলিক প্রাইভেটের তর্কে অথবা মান সংক্রান্ত বিষয়ে । মেধা ও মননের বিকাশ ,সৃষ্টিশিলতার চর্চা ,সপ্নকে বাস্তবে রূপ দেয়ার চেষ্ঠা, অদম্য এক প্রানের বিস্ফোরণ থাকতে হবে এই জ্ঞানপীঠ গুলুতে ঠিক যেমনটি ছিল সেই বৈপ্লবিক রেনেসা বিপ্লবে যেখানে জ্ঞান আহরণের এক প্রচন্ড ইচ্ছে মানব জাতিকে নিয়ে এসেছে আজকের এই অবস্থানে । কিন্তু আমাদের দেশে কি আদৌ ওই রকম কোনো চর্চা দেখতে পাই কোনো স্তরের শিক্ষা ব্যবস্থায় ? আমি ইংরেজি সাহিত্যের ছাত্র, প্রায়ই আমার ক্লাসে যখনি শেক্সপিয়ার এর নাটক বা সনেট এর কথা উঠে তখনি মজা করে একটি কথা বলি যে শেক্সপিয়ার বা রবীন্দ্রনাথ ভালো করেছেন যে বিশ্ববিদ্যালয়ে যাননি তাহলে কখনই আমরা তাদের পেতাম না কেননা এখানে ট্রেইন করা হয় ক্রিয়েট করা হয় না । যখনি আমরা আমাদের শ্রেনীকক্ষে প্রবেশ করি তখন জ্ঞান অর্জনের একটি দরজা ছাড়া আর সব দরজা বন্ধ হয়ে যায় । আর যেই দরজাটি খোলা থাকে সেটি অবশ্য জ্ঞান অর্জনের সব চেয়ে বড় চাবিকাটি যাকে আমরা শিক্ষক হিসেবে চিনি ।

যার মানের ব্যাপারেও এখন উঠছে প্রশ্ন । আমাদের শিক্ষকদের সব করা যায় কিন্তু প্রশ্ন না । কেননা ওই একটা জিনিস তারা করেন চরম অপছন্দ । এই সম্পর্কে আমাদের সবার প্রিয় আব্দুল্লাহ আবু সাইয়িদ স্যার বলেন, শিক্ষক রাগ কেন করবেন না কেননা তিনি নিজেই জানেন না কিভাবে ওই উত্তর দিতে হয় । অনেক সময় সেরা থেকে সেরা ডিগ্রিধারী শিক্ষকও ব্যর্থ হন কাজের কথাটি ছাত্রের মাথায় ঢুকাতে ।

কেননা ভুলে গেলে চলবে না তিনি ছাত্র ভালো ছিলেন কিন্তু শিক্ষক হিসেবে হয়ত ততটা ভালো নন কেননা তিনি এখনো উনার সুপার ইগো থেকে বের হয়ে এসে শিক্ষার্থীর মন বুঝতে পারছেন না । বলিউড এর থ্রি ইডিয়েট মুভিটি সবার দেখা নিশ্চই । যেই মেসেজটি মুভিটিতে আমির খান সব শেষে বলেন সেটি ছিল "উপযুক্ত হওয়ার জন্য পড় সাফল্যের জন্য নয় " । আমাদের এখানেও ঘটনাটি একই রকম আমরাও পড়ছি কিন্তু সেটা জ্ঞান লাভের জন্য নয় বরং চাকুরী লাভের জন্য । এখানে সবার চিন্তা সিজিপিএ -৩ ।

কই আজ একটা গল্প বা কবিতা লিখি , আজ প্রজেক্টের বাহিরে একটা মডেল বানাই কিংবা কোনো একটা মেশিন এর ড্রইং রেডি করি , বা সবাই মিলে নতুন একটা বিজনেস আইডিয়া তৈরী করি . না এখানে তা হয়না হয় শুধু কুইজ ,পরীক্ষা আর গুগুল সার্চ দেয়া কিছু এসাইনমেন্ট যা আমরা সবাই জানি যারা বিশ্ববিদ্যালয়ে পরি । তো এই নিয়ে কিন্তু বেশি দূর যাওয়া সম্ভব নয় একসময় আমরা মুখথুবড়ে পড়ে যাবই । আমাদেরকে পরীক্ষামুখী হলেই চলবে না বরং জোর দিতে হবে ক্রিয়েটিভ রিসার্চ এ যেখান থেকে বের হয়ে আসবে নতুন চিন্তা ,নতুন আবিস্কার । তখন আমরা দেখব সপ্ন আরো নতুন কি করা যায় নাহলে বস্তা পচা নোটস আর গুগুলতো আছেই সিজিপিএ -৩ এর জন্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.