আমাদের কথা খুঁজে নিন

   

"আচীপ বাঈ" এর বিদায়ী হজ্জের ভাষণ, ভার্চুয়াল দেহত্যাগ, নাস্তিক সমাজের হা-হুতাশন এবং আমার আকাঙ্খা......

ফেবুতে আছি এই ঠিকানায়: http://facebook.com/kaysar.shamil "আচীপ বাঈ" বিদায় হজ্জের ভাষন দিয়াছেন সামুতে একটু আগে...... এই স্ট্যাটাসখানা উনার বিদায়ী ভাষন থেকে ছহি এবং সংকলিত কিছু আলাপbr /> (১) "আচীপ বাঈ" কেনু এতদিন এই হনু ঝান্ডা লইয়া এই আকাইম্মা যুদ্ধ করিলেন ? যেইটার কুন ভিত্তি নাই, জানিবার পরেও? কি লাভ হৈলো আপনের? মহান দার্শনিকের কেনু এই পতন? কেনু ? কেনু ? কেনু ? (২) "আচীপ বাঈ" দ্বিতীয় প্যারায় বলেচেন, "যেনারা উনার লেখার স্কীনশট নেয়ার কাজে ব্যাস্ত থাকতেন, এখন নাকি উনারা "আচীপ বাঈ" এর স্বপ্ন বাস্তবায়নের কাজ করে যাবেন। (অত্যাধিক খুশিতে চুকে পানি চৈলা আসার ইমো) (৩) "আচীপ বাঈ" ৩ নাম্বার প্যারায় বলেছেন, তিনি আদতে একজন ছি, শুদ্ধ, এবং অচাম যোগ্যতাসম্পন্ন কিসিমের হাতী টাইপের বিরাটাকায়। উনাকে চিন্ডিকেট করে ধরাশায়ী করা হয়েচে। (৪) অতীতের কপি পেষ্ট করে নিজের নামে চালিয়ে দিয়ে লেখা ভূলের স্বীকারোক্তি। (৫) আমি পেইড নই, সৎ, মেধাবী, যোগ্যতাসম্পন্ন, বুদ্ধিমান, সমাজ সনস্কারক, বিপ্লবী, ত্রাতা, সবার বিপদে উচ্চকন্ঠ, আমি আমি আমি আমি আমি আমি আমি আমি....... (৬) নিজেকে ফেবু নবী দাবি করা এবং নিজেই আইয়াত নাজিল করার সেই মহান কীর্তির অতীত রোমন্থন, পুলকিত হওয়া, এবং পরিশেষে সার্বিক ধন্যবাদ জ্ঞাপন। *মূল্যায়ন: বিপ্লবী ফেবু নবী "আচীপ বাঈ" কেনু চলিয়া গেলেন? ধর্মগাধাদের প্রিয় রাসূলে পাক "হজরত মুহাম্মাদ (স)" তো মক্কায় কুরাইশ দের হাতে, তায়েফে সেখানকার নির্বোধ মানুষ দের হাতে পিটুনি খায়া ও উনার কাজ পরিত্যাগ করেন নাই? বরং প্রমাণ করে দেখিয়েছেন নিজেকে। আচীপ বাঈ কি ভূয়া নবী? যাহা হোক, একন এই ফেবু নবীর কবর কুতায় হৈপে? মাজার কুতায় বানানো হৈপে? আমরা লাখ লাখ আশেকান, জাকেরান, ভক্ত, মুরিদান কুতায় যাপো? কুতায় মাথা ঠেকিয়ে নিজেকে এনার্জেটিক করে এই ধর্মগাধাদের বিরুদ্ধে লডার শক্তি অর্জন করবো? কে আমাদের আশা দেবে? ভরসাই বা কে দেবে? বাৎসরিক উরশ মহাপিল আয়োজন কি আজিকা রাত থাইকাই শুরু হয়া যাপে? কেও তো কিছু জানান।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।