আমাদের কথা খুঁজে নিন

   

বিষাদগাড় পরিস্থিতি

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility দিনটা ছুটি ছিল কিছুই করি নাই ... ঔষুধ খোজা দরকার ছিল , করি নাই । কাজ খোজা দরকার ছিল, করি নাই । হালকা ব্যায়াম করার দরকার ছিল, করি নাই । গেমস খেললাম , পরিচিত একজনের সাথে বুফেতে .. বুফো বুমেরাং করলাম শামুক, অক্টোপাস, চিংড়ী, মাংস কালিয়া কুলিয়া সবই তরতাজা বুমবাম করে দিলাম । যেগুলোর বাজার দাম কমপক্ষে হলে ২০-৩০ হাজার আপ হবে, সুতরাং বুফে কে বুফাং করা সাথর্ক ।

আমি আশা করি নাই,ঐ সাহেব এর একজন বান্ধবী হবে,তাকে তিনি বিয়ে করবেন । সাহেবকে আমি চিনি দীর্ঘ দিন ধরে । খাবার শেষে হঠাত করে কাজের কথা ছেড়ে মাঝ পথে ঝেড়ে কাশলেন । আমি অবশ্য বিশ্বাস করি নাই , সাথে সাথে ঝকে ঝকে আইফুনে ছবির পৃষ্ঠা তুলে ধরলেন । সম্ভবত উনি বিয়ে করতে যাচ্ছেন না বরং চাচ্ছেন, ভদ্রমহিলা মুসলিম তবে আধুনিক মাথুরা কমপ্লিট করবে এবার ।

সবার মতের অপেক্ষায় মনে হয় ধৈর্য্য ধরে আছেন । পরিচয় দানিউব নদীর পারে... হাটতে হাটতে ... ১ বছর সম্পর্ক । তবে আমার ধারনা তিনি বাঙ্গালী নারীকে ঘৃনা করেন বা এই ধরনের ত্যক্ত অভিজ্ঞতা আছে । তিনি আমাকেও শুধালেন কেউ আছে নাকি, যদিও তিনি জানেন বিভূইয়ে আমার কেহ নাই, তবুও । আমি নীরব চোখে কাটা চামচের দিকে দৃষ্টিপাত করে থাকলাম ।

আমার বোনও বলেছিল বিদেশী ভাল কারউ সাথে ... হয়ত তিনি স্ট্যাটাস এর কথা চিন্তা করে ছিলেন । মোদ্দ কথা হল কৃষ্টি বা সংস্কৃতি আমার জন্য বড় ফ্যাক্ট । আর ধর্ম তো আছেই বাই ডিফল্ট । লোল । হাহাহা আর ভাষাকে আমি বাদ দিতে পারব না ।

আমি জার্মানকে ইংরেজী থেকে সহজাত মনে করি, ঠোটস্থ হয়ত এ কারনে কিন্তু মাতৃভাষা তো মাতৃভাষাই । তাই আমার পক্ষে ভিন্ন ভাষায় হয়ত সম্ভব না । যদিও ভাল লাগা অন্ধ ও বিভেদ মানে না । মাসেক আগে এক কলিগ এর তীব্র জানার ইচ্ছা আমি গে কিনা ! পুরুষ হিসেবে অবশ্যই আকর্ষন বোধ করি ভিন্ন লিঙ্গের প্রতি তাই বলে প্রকাশহীন অবস্থাকে কোন ক্রমেই সম লিঙ্গের ভাবা যায় না । এইটাই একটা কৃষ্টি,ধ্যান,ধারনা ।

আমার গল্পের বিভাগে মাত্র ১টি গল্প আছে তাই ২ পোষ্ট এ । Click This Link আমি বেশী ভাবতে পারি না । পারার মত তৈরী হয় নি পরিস্থিতি । কবিতার বিভাগেও ৬ বছরে ১টা কবিতা পোষ্ট... Click This Link তবে উনি আপাতত বেকার কিন্তু মারাত্নক পয়সাওয়ালা, কাজ ছাড়ার পর কোম্পানী তাকে কিছু পয়সা পরিশোধ করেছে dispatch fee হিসেবে + পুরনো কোম্পানী থেকেও পেয়েছে । ইদানীং মোটা অংকের ঋণ নিয়ে দেশে গিয়েছিলেন, এর আগে বাসা নিয়েছেন, ডিএসএলআর, ল্যাপী, থ্রিডি মনিটর ক্রয় করেছেন ।

তাই বলতে গেলে বিপর্যস্তই ছিলেন কিন্তু ধরে প্রান ফিরে আসল এই ডিসপেচ ফি পাবার পরই । + বেকার ভাতা + শেষ মাসের বেতন । যাই হোক বুদ্ধিমান ব্যক্তি ভবিষ্যত চিন্তা করেন, ধাক্কা খাওয়ার সম্ভবনা থাকলেও তা ট্যাকেল দেওয়ার চিন্তা করে রাখেন । উনার কথা নো রিস্ক নো গেইন । প্রথমে মনে হচ্ছিল ভিসা সমস্যার জন্য ঐ মহিলাকে বিয়ে করার চিন্তা করছেন, পড়ে মনে হল না, তার সে ধরনের সমস্যা নাই ।

আসলেই প্রেমে পড়েছে... নতুন ভাবীর মা ডাক্তার, বাবা ব্যবসায়ী, ভাই মাথুরা করছে রাশিয়াতে । বোন বিবাহীত জার্মানীর গাড়ি কোম্পানীর কোন হর্তাকর্তার সাথে । পারিবারিক অবস্থা ভালই । আর হবু ভাবী নিজেও পার্ট টাইম জব করেন । .... আমি চিন্তা করছি আমি কি জেলাস অনুভব করছি, নাকি বিষন্নতা, নাকি অবাক হচ্ছি ।

জানি না । ব্যাপারটা এরকম বহু বছর আগে আমি আমার ভাতিজীকে কোলে দেখেছি সে এখন কথা বলে, বলা যায় বড় একটি মেয়ে । মাঝখানে দীর্ঘ সময় দেখা না হওয়ার যে পরিবর্তন এর ধাক্কা লাগে মনে সেটাই সম্ভবত হয়েছে । বিয়ে মেয়ে বান্ধবী কেন জানি তবুও বিষাদ লাগে । আমি বাবা মা কে খুবই মনে করি ।

কেন এমন হচ্ছে হালকা বুঝি । একটা সময় করতাম না এতটা । ঘুরে ঘুরে কেন জানি বাবা মাকে হারানোর চিন্তা মাথায় আসছে বুঝতে পারছি না । )আল্লাহ না করুক) সম্ভবত তাদের বয়সের প্রভাবটা দেখে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.