আমাদের কথা খুঁজে নিন

   

মানস পট যখন চিত্রিত

Bringing about gentle and painless death from incurable Death. মানস পটে এঁকে রাখা কয়েক ছত্র কবিতা। ক্লাসিক্যাল মিউজিকের মতো একই সুর, একই রাগিনী। গানের রেওয়াজ হয়ে গেলে, ঠুংরীর তালে তালে গাইতে শুরু করবো প্রিয় ক্লাসিক্যাল। মানস পটের স্থির চিত্র, চিত্রায়িত হবে সেলুলয়েডে। পরিচালক, চিত্র গ্রাহক, সকল কলা কুশলি হাজির।

এখন কেবল চিত্র নাট্য অনুযায়ি মঞ্চায়ন। টেক, অ্যাকশন -- ক্যামেরার রোলিং। ফাইনাল এডিটিং শেষ করে জমা দেয়া হয়েছে সেন্সর বোর্ডে... বিজ্ঞ বোর্ড মেম্বারদের ছাড়পত্রের অপেক্ষা। জুরি বোর্ডে তুমুল হট্টগোল, চিত্রিত মানস পটে নিষেধাজ্ঞা! অশ্লীলতা এবং কোড অব কন্ডাক্ট ভঙ্গ করার অভিযোগ! চিত্রিত মানস পটের চিত্রায়ন হয়েছিলো এক যুবক-কে ঘিরে; বেকার যুবক, যার শৈশবের ক্ষুধা তৃষ্ণা এখন পাহাড়সম। যে ভালোবেসে প্রেমিক, আর ক্ষুধা তৃষ্ণায় বিপ্লবী— অধিকার আদায়ে সংকল্পবদ্ধ।

এই ছিলো মানস পটের চিত্রায়নে—! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।