আমাদের কথা খুঁজে নিন

   

Reminding ...একটি বাবু বাবু পোস্ট

যদি ভুল পথে এসে থাকি তবে জেনো ভ্রান্তিই আমার ধ্রুব। আপনি কি মাংসপিণ্ড সম্পন্ন জন্ম-মৃত্যু সর্বস্ব একটা কঙ্কাল? না হলে আসুন দু'টো কথা শুনে যান...... আপনি এই লাইনটা পড়ে প্রমান করলেন যে আপনি মনে করেন আপনার হার্ডওয়্যার(দেহ)_এর সফটওয়্যারটি আপনার ব্রেইন নয় আপনার আত্মা। ধর্ম ছাড়া এই আত্মার পরিণতি ব্যাখ্যা করতে পারে এমন কি আছে বলতে পারেন? আত্মার পরিশুদ্ধি এবং সুপরিণতির জন্য নিজ ধর্মের প্রতি নিষ্ঠাবান হওয়া ছাড়া উপায় নাই। ইসলাম বাদে অন্য ধর্মের অনুসারীদের জন্য আমার কথা এখানেই শেষ। তাদেরকে এখানেই বিদায়ী ধন্যবাদ জানাচ্ছি।

এই লাইনটা যিনি পড়ছেন ধরে নিতে বাধ্য হচ্ছি তার ধর্ম ইসলাম। তার মানে আপনি মুসলিম। আপনার ঈমান আছে_ ১. আল্লাহ্‌র উপর ২. ফেরেশতাদের উপর ৩. আল্লাহ্‌র কিতাবসমূহের উপর ৪. রাসূলগনের উপর ৫. শেষ বিচারের দিন কেয়ামতের উপর ৬. তাকদিরের ভাল মন্দ আল্লাহ্‌র তরফ থেকেই নির্ধারিত তার উপর ৭. মৃত্যুর পর পুনরুত্থানের উপর মুসলিম ভাই ও বোনেরা এখন যদি আপনাকে বলা হয়_ আল্লাহ্‌ মহান,আল্লাহ্‌ মহান আল্লাহ্‌ মহান,আল্লাহ্‌ মহান। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ্‌ ছাড়া কোন মা'বূদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ্‌ ছাড়া কোন মা'বূদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ(সাঃ) আল্লাহ্‌র রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ(সাঃ) আল্লাহ্‌র রাসূল।

এস নামাজের দিকে,এস নামাজের দিকে এস কল্যাণের দিকে,এস কল্যাণের দিকে আল্লাহ্‌ মহান,আল্লাহ্‌ মহান। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ্‌ ছাড়া কোন মা'বূদ নেই। আপনি কি এই ডাকে সাড়া না দিয়ে পারবেন??? আল্লাহ্‌কে বিশ্বাস করা মানে আল্লাহ্‌ আছেন শুধু এতটুকু বিশ্বাস করা না, বরং এটাও মনে গেঁথে নেওয়া যে পৃথিবী সহ যা কিছু দৃশ্য ও অদৃশ্য বিদ্যমান সেগুলোর নিয়ন্ত্রণকারী, নির্দেশকারী এবং মালিক একমাত্র তিনিই। তাঁর আদেশ-নিষেধেই সব কিছু সম্ভব হয়। তাঁর বিধি নিষেধ অমান্য করলে আছে শাস্তি, আর মেনে চললে আছে পুরস্কার।

একজন মুসলিম হয়ে তাঁর আদেশ(ফরজ) অমান্য করার সাহস আমাদের হয় কিভাবে!! দিনে পাঁচবার আল্লাহ্‌র ইবাদাতের জন্য যখন মসজিদে ডাকা হয় (যা কিনা প্রতিটি মুসলমানের জন্য ফরজ করা হয়েছে) তাকে কিভাবে আমরা অবজ্ঞা করতে পারি! আযান আর কিছুই নয়_ আরবিতে বলে যাওয়া আল্লাহ্‌র আদেশ পালনের আহ্বান মাত্র। নিজের আত্মার প্রতি করুণা করুন, এটা একদিন ঠিকই আল্লাহ্‌র বিচার পাবে। আপনার সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিন। আল্লাহ্‌ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.