আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসার ঝর্ণা।

যেথায় পড়শী বসত করে, আমি একদিন ও না দেখিলাম তারে। আমি ছিলাম হৃদস্পন্দনহীনতায় অশ্ম্রুপূর্ণ চোখ তবু ছিল চেয়ে, তোমার প্রতিক্ষায়। সহসা তোমার স্পর্শে সঞ্চারিল প্রাণ, সম্মুখে তোমাকে দেখে অভিভুত আমি, দারূন বিষ্ময়ে। এ ছোট্ট হৃদয়ে কেমনে জায়গা দেব তায়? ঐ রূপ ও এই চোখে মানানসই ছিলনা। তাইতো হৃদয় আকাশ হলো, নয়ন হলো সন্ধ্যাতারা, অমর হলাম সেই নশ্বর আমি, শুধু তোমাকে দেখব বলে, চিরন্তন, নিরবিচ্ছিন্নতায়।

তুমি বললে, "তুমিতো পাগল হওনি আমার জন্য। তুমি আমার ভালবাসার উপযুক্ত নও" তোমা হতে বিচ্ছিন্নতার ভয়ে। আমি ফিরে গেলাম, পাগল হলাম, নিজেকে শৃংখলিত করলাম তোমার ভালবাসায়। এবার গ্রহন কর আমায়। তুমি বললে, "কোথায় তোমার উন্মত্ত ব্যাকুলতা? ভালোবাসার এই আয়োজনে তোমার কোন স্থান নেই।

" তোমা হতে বিচ্ছেদ অসহনীয়। আমি তাই ফিরে গেলাম। উন্মত্ত হলাম তোমার জন্য, পেলাম অবারিত আনন্দের স্বাদ, বিপুল ব্যাকুলতায়। এবার গ্রহন কর আমায়। তুমি বললে, "কোথায়? তুমিতো সমর্পিত হওনি, ভালবাসার অবগাহনে যে সিক্ত, তাকে চেনা যায়" সেই প্রাণ-দায়ী রূপের সামনে মাথা নোয়ালাম, সমর্পিত হলাম।

"তুমি অনেক চালাক। ভালবাসার অভিনয় ভালোই পার। প্রেমসুধা পান কর সৌজন্যের খাতিরে, সন্দেহ নিয়ে" আমি পরিপূর্ণ বোকা হলাম, যা কিছু আমার ছিল, তা থেকে মুক্ত হলাম, কঠিন দৃঢ়তায়। "তুমি নিজে প্রদীপ হয়েছ, অনেকে আকৃষ্ট হয় তোমার আলোয়, তুমি বরং তাদের কাছেই ফিরে যাও" আমি প্রদীপ হতে চাইনা, আমার কারো দরকার নেই, আমি প্রদীপের আলো নিভিয়ে কুন্ডলিত ধোঁয়া হলাম। "তুমি ওদের প্রধান, ওদের নেতা, তুমি বরং ওদেরকে পথ দেখাও" আমি প্রধান হতে চাই না, আমি নেতা নই, আমি কেবলি তোমার আদেশের অনুগত।

"তোমার পালক আছে, তোমার পাখা আছে, আমার পালক, আমার ডানা তোমাকে দেব না। " তার ডানার লোভে, আমি আমার ডানা কেটে ফেললাম। সকল পালক বিসর্জন দিলাম। "আচ্ছা ঠিক আছে। আর কোথাও যেওনা, ব্যথিত হয়োনা।

আমি তোমাকে ধরা দিচ্ছি তোমার প্রতি করুনা করে, সৌজন্যের খাতিরে। এই আলিঙ্গন থেকে আর কখনো বের হয়োনা" কক্ষনো না, এখানেই আমি থাকব চির প্রশান্তিতে। (অনুদিত) লেখাটি রুমি এর কবিতার ইংরেজী অনুবাদ থেকে বাংলায় ভাবানুবাদ করার চেষ্টা করলাম। কিছুই হয়নি আসলে। শুধু ইচ্ছা হলো, দেখি, কি দাঁড়ায়।

মর্মার্থ উদ্ধার করতে আরো অনেক সময় লাগবে। A.J. Arberry Mystical Poems of Rumi, 1 University of Chicago Press, March 1974 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.