আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসার দিনে প্রথম ভালবাসার স্মৃতি, আমার চোখ মারতে শেখা।

সোনার হরিনের পেছনে ছুটছি। তখন অস্টম শ্রিণিতে পড়তাম। মাত্রই সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষায় ১ম হয়ে অস্টম শ্রেণিতে উঠেছি। আমি অবশ্য সপ্তম শ্রেণিতে থাকার সময় মেয়েটির রুপে মুগ্ধ হয়েছিলাম। খুব সুন্দর ছিল দেখতে।

এর আগে কোন মেয়েকে ভাল লাগার কথা আমার মনে নেই। মেয়েটিকে কিভাবে আকৃষ্ট করা যায় তা নিয়ে চিন্তা করছিলাম। কোন এক বন্ধুর পরামর্শে চোখ মারা শিখলাম। তার পরে যে কথা সেই কাজ। আমার অজান্তেই আমি হটাৎ একদিন মেয়েটিকে চোখ মেরে ফেললাম।

মেয়েটি আমার চোখ মারা খুব ভাল বুঝতেও পারল। আর এতেই ঘটল আর এক বিপত্তি। ওই মেয়ের একটা কাকা আমাদের উপরের ক্লাসে পড়ত। মেয়েটির কাকার সাথে আবার পড়ত আমাদের বাড়ির পাশের একটা ছেলে যে কিনা আবার আমার বন্ধু। মেয়েটির নাম ছিল বেবি।

বেবির কাকা আমার সেই বন্ধুর কাছে গিয়ে নালিশ করল। এবং আমার বন্ধু ও বেবির কাকা একসাথে এসে আমাকে এরকম করতে নিশেধ করল। আমি যেন আর এমন না করি। কিন্তু কে শোনে কার কথা। আমি কিছুতেই আমার মনকে স্থির রাখতে পারছিলাম না।

আমার একটা দিনও ভাল কাটত না বেবিকে না দেখে। আমি প্রতিদিন বেবিদের বাড়ির আশপাশ দিয়ে ঘুরাঘুরি করতাম। শেষ পযর্ন্ত কোন ফল না পেয়ে আমি আমার আম্মার সাথে বেবির কথা শেয়ার করতে বাধ্য হলাম। আমার বাবা মাও চাচ্ছিল আমি ওই সময় পড়ালেখা বাদ দিয়ে বিয়ে করে সংসারে কাজের লোক হিসেবে বউ এসে দিই। তাই আমার একথা শুনার পর আমার আম্মা খুশিই হলো।

কিন্তু বিষয়টা হল যেদিন আমার আত্তিয়সজন বেবিকে দেখতে গেল তার আগের দিন বেবিকে কারা যেন আংটি পড়ায় গিয়েছিল। আজ অনেক দিন পর আগামিকাল ভালবাসা দিবসের কথা মনে করে বেবির কথা মনে পড়ল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.