আমাদের কথা খুঁজে নিন

   

ভালো লাগা দুটি গান লিরিক সহ

একটা ভুল সময়ে আমার জন্ম হয়েছে। আমার জন্মাবার কথা ছিল অন্য কোন সময়ে। । । দুঃখ বিলাস।

। তোমরা কেউ কি দিতে পার প্রেমিকার ভালবাসা? দেবে কি কেউ জীবনে উষ্ণতার সত্য আশা। ভালবাসার আগে নিজেকে নিও বাজিয়ে। আমার মনের মত নিও সাজিয়ে। আমি বড় অসহায় অন্যপথে।

একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে। ও আমায় ভালবাসেনি, অসীম এ ভালবাসা ও বোঝেনি। ও আমায় ভালবাসেনি, অতল এ ভালবাসা তলিয়ে দেখেনি। তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা? ভালবাসবে শুধুই আমায় করবে প্রতিজ্ঞা। এত দিনেও আজো আমি একা।

বলে শুধু যে শুন্যতা। আধাঁরে যত ছড়ায় আলো, সবই আঁধারে মিলায়। ও যে কোথায় হারালো ব্যাথা কাকে যে শুধাই.....? আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায় চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায় দিনবদলের খেলাতে মনবদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়? সুখের দিনে ভালবাসা দেয় যে কতজন ওরে দেয় যে কতজন কাছে আসে ভালবাসে দেয় যে ভরে মন ওরে দেয় যে ভরে মন দিনবদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়? আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায় চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায় দুঃখের দিনে কাছে আসে পথ ভুলে কি কেউ ওরে পথ ভুলে কি কেউ একা ঘরে পরেই রবে জানবে না তো কেউ ওরে জানবে না তো কেউ দিনবদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়? আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায় চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায় .. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.