আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটি ধাঁধা। দেখুন..........তো পারেন কিনা! পর্ব-১১ (একটু কঠিন)

ধাঁধা-১২১ পারলে বলেনত দেখি – বিশাল তেলেসমতি, জোড়া দিলে ছোট হয়, কাটলে হয় বড়। এইটা কি? ধাঁধা-১২২ মিসেস মোল্লা নাসিরউদ্দিন একজন সন্দেহভাজন ব্যক্তি। সব সময়ই তার মনে হয় সবাই যেন তার উপর গোয়েন্দাগিরি করছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেই তিনি কয়েকদিন ধরে বেশ অদ্ভুত আচরণ করছেন। গোসলখানায় গোসল করার সময় তিনি দরজা বন্ধ না করে পুরা খোলা রেখে গোসল করছেন।

বলতে হবে কেন? ধাঁধা-১২৩ বলুন তো কোন সেই কাজ, যা করলে কোন শাস্তি নেই, কিন্তু করার চেষ্টা করে ব্যর্থ হলে শাস্তি আছে? ধাঁধা-১২৪ পারলে বলেনত দেখি – দেহ আছে প্রাণ নেই; সে এক রাজা, সৈন্য সব আছে নেই তার প্রজা। এইটা কি? ধাঁধা-১২৫ পাঁচ অক্ষরের একটা ইংরেজি শব্দ, যার সাথে আরো দুইটা অক্ষর যোগ করলে শব্দটা বরং আগের চেয়ে আরো ছোট হয়ে যায়। শব্দটা কি? ধাঁধা-১২৬ পারলে বলেনত দেখি – সকাল থেকে সন্ধ্যা একা একা ঘোরে খবর তার কেউ নেয় না সবাই চায় তারে। এইটা কি? ধাঁধা-১২৭ মোল্লা নাসিরউদ্দিন ঘুমানোর সময় মাথার কাছে দুইটি গ্লাস রেখে ঘুমান। একটি গ্লাস থাকে পানিপূর্ণ এবং অপরটি খালি।

কেন? ধাঁধা-১২৮ পারলে বলেনত দেখি – না মিললে হবে না ভেবে চিন্তে বলো না। এইটা কি? ধাঁধা-১২৯ পারলে বলেনত দেখি – বন থেকে বেরোলো ভূতি। ভূতি বলে তোর পাতে মুতি। এইটা কি? ধাঁধা-১৩০ দিনাজপুর থেকে বগুড়া একটা গাড়ি চালিয়ে নিয়ে এসে আবিষ্কার করলাম যে ঐ গাড়ির একটা চাকা পুরা পথ জুড়েই পাংচার হয়ে ছিলো, কিন্তু পথে একবারও এই ব্যাপারটা টের পাই নাই। কিভাবে সম্ভব? আগের পর্ব ধাঁধা-১২১ পারলে বলেনত দেখি – বিশাল তেলেসমতি, জোড়া দিলে ছোট হয়, কাটলে হয় বড়।

এইটা কি? ধাঁধা-১২২ মিসেস মোল্লা নাসিরউদ্দিন একজন সন্দেহভাজন ব্যক্তি। সব সময়ই তার মনে হয় সবাই যেন তার উপর গোয়েন্দাগিরি করছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেই তিনি কয়েকদিন ধরে বেশ অদ্ভুত আচরণ করছেন। গোসলখানায় গোসল করার সময় তিনি দরজা বন্ধ না করে পুরা খোলা রেখে গোসল করছেন। বলতে হবে কেন? ধাঁধা-১২৩ বলুন তো কোন সেই কাজ, যা করলে কোন শাস্তি নেই, কিন্তু করার চেষ্টা করে ব্যর্থ হলে শাস্তি আছে? ধাঁধা-১২৪ পারলে বলেনত দেখি – দেহ আছে প্রাণ নেই; সে এক রাজা, সৈন্য সব আছে নেই তার প্রজা।

এইটা কি? ধাঁধা-১২৫ পাঁচ অক্ষরের একটা ইংরেজি শব্দ, যার সাথে আরো দুইটা অক্ষর যোগ করলে শব্দটা বরং আগের চেয়ে আরো ছোট হয়ে যায়। শব্দটা কি? ধাঁধা-১২৬ পারলে বলেনত দেখি – সকাল থেকে সন্ধ্যা একা একা ঘোরে খবর তার কেউ নেয় না সবাই চায় তারে। এইটা কি? ধাঁধা-১২৭ মোল্লা নাসিরউদ্দিন ঘুমানোর সময় মাথার কাছে দুইটি গ্লাস রেখে ঘুমান। একটি গ্লাস থাকে পানিপূর্ণ এবং অপরটি খালি। কেন? ধাঁধা-১২৮ পারলে বলেনত দেখি – না মিললে হবে না ভেবে চিন্তে বলো না।

এইটা কি? ধাঁধা-১২৯ পারলে বলেনত দেখি – বন থেকে বেরোলো ভূতি। ভূতি বলে তোর পাতে মুতি। এইটা কি? ধাঁধা-১৩০ দিনাজপুর থেকে বগুড়া একটা গাড়ি চালিয়ে নিয়ে এসে আবিষ্কার করলাম যে ঐ গাড়ির একটা চাকা পুরা পথ জুড়েই পাংচার হয়ে ছিলো, কিন্তু পথে একবারও এই ব্যাপারটা টের পাই নাই। কিভাবে সম্ভব? আগের পর্ব ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।