আমাদের কথা খুঁজে নিন

   

ধাঁধা

সহিষ্ণুতাই দুর্বলের শেষ আশ্রয় কিছুদিন আগে দেওয়া আমি তুমি আমরা এর “চমৎকার কিছু ধাঁধাঃ পারলে জবাব দিন” পোস্টটি দেখে আমার স্কুল জীবনে আমার এক স্যারের করা একটা প্রশ্নের কথা মনে পরে গেল। সেই প্রশ্ন টি শেয়ার করছি। ( উল্লেখ্য স্যার এর করা প্রশ্নের উত্তর আমরা কেও দিতে পারিনি, পরবর্তীতে স্যার উত্তর বলে দিয়েছিল)। এক বালক কিছু সংখ্যক ফুল নিয়ে ৪ টি ঘাঁট সম্পন্ন একটি পুকুরে গেল। প্রথম ঘাঁটে গিয়ে সে ফুলগুলি পানিতে ডুবাল এবং ফুলগুলি সংখ্যায় দ্বিগুণ হয়ে গেল।

সেখান থেকে কিছু সংখ্যক ফুল সে প্রথম ঘাঁটে রেখে অবশিষ্ট ফুল নিয়ে ২য় ঘাঁটে গেল। সেই ফুলগুলো সে পানিতে ডুবাল এবং ১ম ঘাটের মত ফুলগুলি সংখ্যায় দ্বিগুণ হয়ে গেল। সেখান থেকে সে ১ম ঘাঁটে রেখে আসা ফুলের সমান সংখ্যক ফুল ২য় ঘাঁটে রেখে অবশিষ্ট ফুল নিয়ে ৩য় ঘাঁটে গেল। ৩য় ঘাঁটে গিয়ে সে যথারীতি তার হাতে থাকা ফুলগুলি পানিতে ডুবাল এবং সেগুলো দ্বিগুণ হয়ে গেল। এবার সে আবারো ৩য় ঘাঁটে, ১ম ও ২য় ঘাটের সমান সংখ্যক ফুল রেখে অবশিষ্ট ফুল নিয়ে ৪র্থ ঘাঁটে গেল এবং সেখানে ফুলগুলি ডুবানোর পর সেগুলি দ্বিগুণ হয়ে গেল।

এবার ৪র্থ ঘাঁটে সে ১ম, ২য় ও ৩য় ঘাটের সমান সংখ্যক ফুল রাখতে গিয়ে দেখল তার কাছে আর কোন ফুল অবশিষ্ট নেই। এখন প্রশ্ন হল ১। কতটি ফুল নিয়ে সে পুকুর ঘাঁটে এসেছিল? ২। প্রতিটি ঘাঁটে সে কতটি ফুল রেখেছিল? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।