আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল প্রেম , লুলীয় রাষ্ট্রদোহিতা । অত:পর হার্ডকোর কবিতা

আই লাভ দ্যা স্মোক, আই লাভ দ্যা স্মোকি লাইফ। সব ধোয়াটে থাকবে। ইচ এন্ড এভরিথিং। ব্যস্ততার জন্য অনেকদিন ধরেই ব্লগার কারো সাথে কোন যোগাযোগ নেই। সেদিন সন্ধ্যায় একটু সময় পেলাম।

নীরবদা(নীরব ০০৯) আর নোমান ভাইকে ধরলাম কবিতা কবিতা খেলার জন্য। খেলা বলতে নামী দামী কবিরা অইখানে কবিতা লিখবেন আর আমি মাঝখান দিয়ে শয়তানী করবো। যাই হোক শেষ পর্যন্ত একটা স্ট্যাটাস দিলাম আর শুরু হলো টুর্নামেন্ট অফ কবিতা। পরে জয়েন করলো আলাউল হক সৌরভ । আমি লিখলাম নি:সঙ্গতায় সঙ্গী ছিলো অন্ধকারের আলো হয়ে তোমার সাথে।

তুমি চলে যাও পড়ে থাকে আজ খোলা রাস্তা নির্জনে একাকী। । জয়েন করলেন নীরব দা। শেষ শব্দের ম্লান আহ্বানে যাও হারিয়ে আমাকে ভুলে শুরু করলেন নোমান ভাই কথা ছিলো জোছনা মাখার নাম করে দুজন দুজনে মাখবো কথা ছিলো ধানক্ষেতের শিস শোনার নাম করে ভালোবাসার আল বাঁধবো। কথা ছিলোনা সূর্য্যটাকে মস্তিস্কে ভরে চাঁদ খোয়াবো।

যা কিছু কথা ছিলো না সবকিছুই কথা হলো। চারপাশে শব্দ তারা মাঝখানে কবিতা ছন্দ পুকুরের নীরবতায় কাটাকুটি খাতা । (নোমান) ভাঙনের খেলা সারাবেলা কোমল হুদয়ে রক্তের ছোয়া (সুদীপ্ত) রক্ত ছুঁয়ে যায় ভালোবাসর জরায়ুতে ক্ষনিক বাদে রক্ত আসবে আবেগের আয়ুতে। (নোমান) কথা তোমার নাম জানি না ফেইক আইডির বিজনেস তোমার কত ছেলের জান করলে কাবার প্রেমের নামে ছল করে ভেজালে রোদ বালকের মন এই পাপের বিচার হবে বল কখন? (নীরব) ছন্দহারা নৌকোর তালে তীর ছুয়ে যায় বাধভাঙা ঢেউ বাষ্প হয়ে ছোব তোমার অধর তুমি ছাড়া আজ জানবেনা কেউ (সুদীপ্ত) উৎসবে যোগ দিলো আলাউল হক সৌরভ দূরে যদি সরেই যাবে তাহলে কাছে আসার ঢং কেন ? স্বপ্ন যদি ভাঙবেই তাহলে স্বপ্ন দেখানোর এতো আয়োজন কেন ? ঘৃণা ই যদি আমার পাওনা হয় ভালোবাসার লোভ দেখালে কেন ? (সৌরভ) চিঠি লেখে না কেউ অপেক্ষায় থাকে না বউ ও বউ কার সাথে কর চ্যাট আমাকে শিখাবে? ধ্যাত (নীরব) কে কারে শিখাবে চিঠি কে বলবে শেখ নীরব কবি ধরা খেয়েছে আইডিটা ছিলো ফেইক। (নোমান) নীল খামে হলুদ টিঠি ফেবুর বক্সে মেসেজ কাগজ আজে পুড়ে ছাড়খার ভারবাসার তেজ (সুদীপ্ত) চিৎকারের ব্যাকরণে দিচ্ছি সেলাই কান্নার আবার কিসের ব্যাকরণ বড়াই? (নোমান) ইমেইল আর এসএমএস এর যুগে চিঠি কি আর পায় ভাত ? আর ভাই , পুরোনো চাল ভাতে বাড়ে ভুলিও না ইহা আর ! (সৌরভ) এলোচুলে ঝড়ো হাওয়া আড়াল করে মিষ্টি হাসি শহরের কোলাহল জেনে যাবে আজে কতটা তোমায় ভালবাসি (সুদীপ্ত) পাখী তারা ডানায় মুখ লুকিয়ে খুজেছে ঈশ্বর।

আমি তখন ঘুম ডানাতে ঈশ্বর দেখি (নোমান) আমি হলাম প্রেম নাস্তিক তুমি হলে কাঠমোল্লা মাইনাস মাইনাস প্লাস হয়ে যেত কেন যেন হয়ে গেল গোল্লা (সুদীপ্ত) গোল্লায় আছে মধু আমি সাধু তুমি যদু। (নোমান) অধিক সাধুতে গাজন নষ্ট বুকের মাঝে নোনা কষ্ট চেয়েছিলাম রাজকুমার হতে হয়ে গেল সব লক্ষ্যভ্রষ্ট (সুদীপ্ত) ভালোবাসর যৌথ খামারে তুমি শিস দাও বাহিরে আমি দিনগুনি খোয়াড়ে। (নোমান) প্রেমেরো বাজারে হয়েছি ছাগল তোমার থাপ্পড় করেছে পাগল (সুদীপ্ত) তোমাকে স্মৃতি নিয়ে আছি বেঁচে তুমি আমাকে হাঁটে দিয়েছো বেচে। (নোমান) ছিলাম ভোক্তা হলাম পণ্য প্রেমবাজারে বড় নগন্য (সুদীপ্ত) তোমার বাপের বিশ্রী কথা শুনতে লাগে খারাপ উপায় নেই আবুল হোসেন তিনিও নাকি আমার বাপ ! (নোমান) কি আর করা না হয় হলাম আবুইল্যারই জামাই কিন্তু তোমার বকবকানী কেমনে বলো থামাই (সুদীপ্ত) দাম রেখাটা কেন এত উদ্ধগামি যোগান কেন কম সিন্ডিকেটে রেখেছে কোন দালাল? জবাব দিন মুহিত মাল। (নোমান) হাসিনা রে হাসিনা লজ্জায় বাচিনা প্রেমের বাজারে দামের আগুন কোনভাবেই মানিনা (সুদীপ্ত) এরই মাঝে নিশাচর ভবঘুরে এসে মামলার হুমকি দিলেন।

হাসিনা নিয়ে কুবিতা লেখায় এখানের সবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হবে প্রেমের বাজারে আগুন দিয়ে কি লাভ পেল সরকার। কতগুলো হৃদয় ভেঙ্গে মসজিদ মন্দির ছারখার। কৃষ্ণচুড়া তব্দা খায় কাকের প্রেমে বসন্তকালও তার সাথে পথ নামে। (নোমান) খবর দাও আজ হাসপাতালে ফোনটা লাগাও ফায়ার ব্রিগেড আগুনে আজ ঝলসে গেছে প্রেমনগরের লিড কমরেড। (সুদীপ্ত) কমরেড এসে সালাম ঠ্যুকে বলে "ম্যাডাম আই লাভ ইউ" (নোমান) ম্যাডাম বলে চাল হাট , সাবুন লা! (সৌরভ) আমার হাসি বাঁধ ভেঙ্গেছে মাল গেছে সংসদে ডাচ বাংলা করেছে ভন্ডামি গু আজম স্মৃতিসৌধে।

(নোমান) করিব না ব্রেক আপ কমাবো এবার কথা দুই এক ঘণ্টা কথা কম বলিলে হবে না কোন 'ঘাটা' (সৌরভ) ওরে লুল, ওরে আমার বন্ধুবর রমনীদের ছাড়িয়া দে জেনারেশন বাঁচা। (নোমান) আমি হয়তো ছাড়িয়া দিবো এই ধরণীর রমণী কুলকে কিন্তু দে নাদান পুছে আসো তাহারা কি ছাড়িবেন মোরে ? (আলাউল হক সৌরভ) কবিতার এই উৎসব হয়েছিলো ৮ই জুন। কাজের চাপে পোষ্ট দিতে পারিনি। শেষ পর্যন্ত যার জন্য পোষ্ট দিলাম তিনি হলেন নোমান নমি ভাই। পোষ্টের উৎসগ পত্রটা তার জন্যই থাক ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.