আমাদের কথা খুঁজে নিন

   

সাগরতলে অভিযানের সেই গল্প বললেন শরীফ সরওয়ার

1st Under Water Photography Exhibition An Incredible Journey to the Exotic Underwater of Saint Martins বাংলাদেশের প্রথম সাগরতলে আভিযান চালান শরীফ সরওয়ার। বর্তমান বাংলাদেশের ফটোগ্রাফারদের মধ্যে অন্যতম একজন সাহসী ফটোগ্রাফার। সূত্রে জানা যায় শরীফ সরওয়ারকে প্রায় চৌদ্দ বছর ক্যামেরা হাতে ঘুরতে হয়েছে দেশের নানা প্রান্তে। দেশের সমস্যা, সঙ্কট, প্রতিবাদ বা উৎসব- বহু ঘটনারই সাক্ষী হয়েছেন তিনি ও তার ক্যামেরা। “বাদ ছিলো সাগরতলে ডুব দেওয়া। এটাই বা বাদ যাবে কেন? তাই নেমে পড়লাম অভিযানে” বলে চলেন এই আলোকচিত্রী। হ্যা, যে কারণে বলছি এই কথা তাহল শরীফ সারওয়ারের অভিযানের ছবি নিয়ে শুক্রবার বিকালে ধানমণ্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। সময় পেলে একবার দেখে আসুন বাংলার ডিসকভারি Venue : Drik Gallery | House 58, Road 15A (New), Dhanmondi, Dhaka 1209. Date : 15-18 June 2012 Time 3pm - 8pm

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।