আমাদের কথা খুঁজে নিন

   

স্বজাতির প্রতি ভালোবাসা

জুমার নামায পড়ে সবেমাত্র বাসায় ঢুকেছি। পাঞ্জাবীটা খুলে রাখতেই ধুম! করে একটা আওয়াজ হলো। জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখি পাশের দালানের টিনের ছাঁদে একটা কাক পড়ে আছে। উপরে অনেকগুলো বৈদ্যুতিক তার। সম্ভবত, বিদ্যুতের তার লিক হয়ে গিয়েছিল।

আর সামান্য বৃষ্টিতে ভিজে বিদ্যুত্‍ পুরো তারে ছড়িয়ে গিয়েছিল। কাকটা উড়ে যাওয়ার সময় লিক হওয়া তারের সাথে শক খেয়েছিল। সঙ্গে সঙ্গে শ'খানেক কাক এসে জড়ো হয়ে গেল। উড়াউড়ি আর হাহাকারের সাথে কা..কা.. করে চিত্‍কার করতে লাগলো। মনে হয় আকাশ-বাতাস কাঁপিয়ে তুলবে।

একটু পরেই মুষলধারায় বৃষ্টি নামলো। অন্য সময়ে বৃষ্টি আসলে পাখিরা নিরাপদে আশ্রয় নেয় কিন্তু আজকে সব কাকই দেখলাম একসাথে ভিজতেছে। আর কা..কা.. করে চিত্‍কার করে উড়াউড়ি করতেছে। বৃষ্টি আসার আগে অবশ্য মোবাইলটা দিয়ে একটা ছবি তুলে নিয়েছিলাম স্বজাতির প্রতি ভালোবাসার প্রমাণ হিসেবে। ভাবলাম, পাখি হয়েও নিজের জাতের প্রতি কত্ত ভালোবাসা পাখিদের।

অথচ, আমরা মানুষ। আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা। কিন্তু আমরা কারো বিপদে কেউ এগুতে চাই না। কত শত্রুতা খুঁজি! খুঁজি লাভ-ক্ষতি! কিন্তু কেন? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।