আমাদের কথা খুঁজে নিন

   

হেডম না থাকলে অফ যান....বাল লইয়া পোষ্ট দেখতে দেখতে হয়রান

কারন যা ই হোক হাজার হাজার মানুষ উদ্বাস্তু হইছে, তাদের সাহায্য দরকার, সাহায্য করবেন অইখানে ও কাহিনী মারান আপনেরা। এইটা লইয়া ও রাজনীতি করে বাঙ্গালী, খাতা কলম লইয়া হিসাব করতে বইসা গেছে একেকজন...কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ...কারে হেল্প করলে কয় পয়সা লাভ হইবো! আফসুস। হেল্প না করলে ও কিছু হইবো না। দুনিয়ার কোন কিছুই কারো লাইগা আটকাইয়া থাকে না। কি বাল ফালাইতে পারে বাংলাদেশ সরকার দেখলাম তো।

বার্মার মত ফকিন্নি দেশের সরকারের ঘাড়ে থাবড়া দিয়া রোহিঙ্গা সমস্যার সমাধান করাইতে পারে না। নিজেরা নিজেরা দলাদলি পারাপারি শুরু করছেন। সাহায্যের কথা কইলেই সে হইয়া যায় ছাগু। আপনেগো চোখের মনি ইউরোপের হাওয়া (হাউয়া) খাইতে গেছে, উনি আবার নোবেল ও পাইছে। হাছিনারে কয়দিন আগে শুনলাম সুচির লগে নিজের তুলনা কইরা জাতে উঠতে চাইছে।

সেই সুচি তো নাকি রোহিঙ্গাই চিনে না। জাতিসংঘ কক্সবাজারের অফিসে বইসা বইসা বাল ফালাইতেছে। সীমান্ত খুইলা দিতে কওনের পর দীপুমনি কইলো না ক্যান যে, পারলে তাগো টাকা দিয়া বর্ডারের ওই পাড়ে উদ্বাস্তু শিবির খুইলা সাহায্য করুক। বাংলাদেশ পারলে সাহায্য করবো। তখন কি জবানে ঠাডা পড়ছিলো? কইলো না ক্যান যে বার্মার টুটি চাইপা ধইরা এই সমস্যার স্থায়ী সমাধান করেন।

তা না হইলে লাথ্থি দিয়া আপনেগো শরনার্থী বিষয়ক অফিস ওই পারে পাডাইয়া দিমু। বাংলাদেশ যেহেতু বইলাই দিছে যে তারা সাহায্য করবে না, সুতরাং ব্লগের আমজনতার উচিত এইডা নিয়া হাউকাউ, মারামারি, কান্দাকাটি না করা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।