আমাদের কথা খুঁজে নিন

   

এই ছবিটা বার্মার চলমান দাঙ্গার ছবি তো নয়ই কোন লাশের ছবিও না

এই ছবিটা পাঠকদের কাছে নুতুন কিছু নয়। এতোদিনে ফেসবুক,বাংলা ব্লগ সাইটের কল্যানে সবার জানা হয়ে গেছে এটা রোহিঙ্গা মুসলমানদের লাশের ছবি। আসলেই কি তাই?আসলেই কি ছবিটা বর্তমানে চলা বার্মার বৌদ্ধ-মুসলমানদের দাঙ্গার ছবি? আসলে মোটেই তা নয়। এই ছবিটা বার্মা পোষ্ট এ ছাপানো জানুয়ারী ২০০৯ এর ছবি। থাইল্যান্ড সমুদ্রসীমান্তে আটককৃত রোহিঙ্গা জেলেদের ছবি।

এদের শাস্তি হিসেবে সমুদ্রতটে রোদে শুয়ে থাকতে বাধ্য করেছে থাইল্যান্ড নৌ সীমান্তবাহিনী রয়েল থাই নেভী। আসলে যে বা যারা এই ছবিটা টুইক করে ফেসবুক সহ বাংলা ব্লগসাইট গুলোতে মানবতা, ইসলাম,লাশ,ধর্ম,ইত্যাদি বলে আমাদের দেশের ধর্মপ্রান মানুষের সেন্টিমেন্ট কে সস্তা সহানুভুতি আদায়, বিভ্রান্ত করছে। তাদের উদ্দেশ্য আর যাই হোক ইসলামের সেবা নয়,বরং ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিল করছে। সাম্প্রদায়ীক সম্প্রীতির আমাদের দেশকেও দাঙ্গার দিকে উস্কানী দিচ্ছে। এটা আসলে বার্মার আভ্যন্তরীন বিষয় এখনো পর্যন্ত।

আমাদের নাক গলানো আন্তর্জাতিকভাবেই বিপদজনক এবং সংবিধান ও ফরেন পলিসি প্রোটোকল বহির্ভুত। আর ঘটনা এখন অনেকাংশেই নিয়ন্ত্রিত। রোহিঙ্গার- রাখাইন সংঘর্ষ তো শুধু রাখাইন,মংডু ডিস্ট্রিক্ট এ হচ্ছে,অন্য ডিস্ট্রিক্ট, প্রভিন্স গুলা শান্ত, তাহলে ওরা ঐদিকেই মুভ করলে পারে। বাংলাদেশ থেকে রাখাইন প্রদেশের দুরত্ব বৈধভাবে হাজার/বার'শ কিমি। আর অবৈধ পথে ২৫০-৩০০ কিমি।

তাহলে এটাই কি যুক্তিযুক্ত নয় যে তারা অন্য প্রদেশে -বিভাগে,শহরে চলে যেতে পারে?কী দরকার এতো পাহাড়-জঙ্গল,নদী-নালা বর্ডার গার্ড-নাসাকা ভয়াবহ শ্বাপদ-সংকুল এই অনিশ্চয়তার পথ পাড়ি দেয়া। যাই হোক এইধরনের ছবি দেখে যাচাই বাছাই ছাড়া আমরা যেন তৎক্ষনাত প্রতিক্রিয়াশীল হয়ে না উঠি। এখন বহু মতলববাজ সুবিধাবাদি লোকে বহুরকম অপচেষ্টা,প্রপাগান্ডা চালাবে, এজন্য সচেতন লেখক-পাঠককুলকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি। আমরা এখন শুধু আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষনের জন্য সবরকমের চেষ্টা চালাতে পারি যাতে করে এই দাঙ্গা বন্ধ করার জন্য বার্মা সরকারকে চাপ প্রদান অব্যহত রাখতে পারে সেই সংগে বাংলাদেশ সরকারকে আহবান করবো উপদ্রুত অঞ্চলে সেনা, নৌ সহ সীমান্ত রক্ষী বাহিনী মোতায়েন জোরদার করতে যা বার্মার সীমান্তবর্তী অন্য রাষ্ট্রগুলা করেছে। সুত্রঃ বার্মা নিউজকাস্টস ,ফুকেটওয়ান ডট কম ,চিয়াংরাটাইমস ।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।