আমাদের কথা খুঁজে নিন

   

মেহদি হাসান পরলোকে : লতা বললেন,

লাখো ভক্ত-অনুরাগী কাঁদিয়ে চলে গেলেন গজলসম্রাট মেহেদি হাসান। দীর্ঘ রোগ ভোগের পর আজ তিনি পাকিস্তানের বন্দরনগরী করাচির আগা খান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মেহেদি হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় সংগীত জগতের কিংবদন্তী লতা মুঙ্গেশকর সহ অনেকেই। পাকিস্তানের একটি দৈনিকের সঙ্গে আলাপের সময় এ শোক জানিয়েছেন তিনি। মেহেদী হাসানের দীর্ঘ রোগ ভোগের কথা উল্লেখ করে লতা বলেন, তার মতো চমৎকার একজন মানুষের এ রকম কষ্ট পাওয়া সত্যিই দুঃখজনক। তিনি বলেন, "ইয়ে হি মানজুর থা আল্লাহ্‌ কো'- এটাই ছিল আল্লাহর ইচ্ছা। মেহেদি হাসানের প্রশংসা করে লতা মুঙ্গেশকর বলেন, তার কারণে অনেকেই সংগীত জগতে আসতে পেরেছেন। তার মতো গলা আর শুনতে পাওয়া যাবে না বলে গভীর শোক প্রকাশ করেন লতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.