আমাদের কথা খুঁজে নিন

   

সফটওয়্যারের ট্রায়াল ভার্সন ব্যবহার করুন যতদিন ইচ্ছা

নানা কারনে আমরা কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যারের নমুণা বা ট্রায়াল সংস্করণ ব্যবহার করি । নির্দিষ্ট মেয়াদের পর ট্রায়াল সফটওয়্যার আর ব্যবহার করা যায় না । 'টাইম স্টপার' নামের একটি সফটওয়্যারের সাহায্যে আপনি ট্রায়াল সফটওয়্যারের নির্দিষ্ট মেয়াদ কে বেঁধে রাখতে পারবেন, যার ফলে যতদিন ইচ্ছা ট্রায়াল সফটওয়্যার ব্যবহার করা যাবে । মাত্র ৯৩৭ কিলোবাইটের ছোট এই সফটওয়্যারটি http://bit.ly/hVjtlH ঠিকানা থেকে নামিয়ে নিন । এরপর জিপ ফাইলটি ওপেন করে সফটওয়্যারটি ইনস্টল করুন ।

এখন টাইম স্টপারটি চালু করে যে সফটওয়্যাটির ট্রায়াল সংস্করনের মেয়াদকে বেঁধে রাখতে চান, সেটির প্রোগ্রাম ফাইলে যান এবং যে অপশনে ক্লিক করলে সফটওয়্যারটি চালু হয়, সেটি নির্বাচিত করুন । যেমন ধরুন, আপনার পিসির সি ড্রাইভে 'হিরো সুপার প্লেয়ার' রয়েছে তাহলে এটি নির্বাচিত করার জন্য C:\HEROSOFT\Hero Super Player\STHSVCD.exe-এ ক্লিক করতে হবে । এরপর Choose new date লেখা বক্সে ওই সফটওয়্যারটির মেয়াদ থাকাকালীন সময়ের মধ্যে একটি তারিখ নির্বাচন করুন । যেমন সফটওয়্যারটির ট্রায়াল সংস্করনের মেয়াদ শেষ হবে ৩০ ডিসেম্বর ২০১২, তাহলে ৩০ ডিসেম্বরের আগে যেকোন একটি তারিখ নির্বাচন করুন । সবশেষে নির্দিষ্ট বক্সে সফটওয়্যারটির নাম লিখে Creat desktop icon অপশনে ক্লিক করলে ওই নামের একটি আইকন ডেস্কটপে আসবে ।

এখন থেকে সফটওয়্যারটি চালু করার জন্য এই আইকন ব্যবহার করুন । তাহলেই ওই সফটওয়্যারটি যতদিন খুশি ব্যবহার করতে পারবেন । তবে ট্রায়াল সফটওয়্যারের প্রোগ্রাম ফাইল বা আসল আইকন ব্যবহার করলে আগের নিয়মে নির্দিষ্ট সময়েই এর মেয়াদ শেষ হয়ে যাবে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.