আমাদের কথা খুঁজে নিন

   

সামুতে আর কি কি এ্যাড দেওয়া যেতে পারে (সামুর এ্যাড যদি ১৮+ না হয় তাহলে এই পোষ্টও ১৮+ না)

যত সব উল্টা পাল্টা চিন্তা, ভাবনা, ধ্যান ধারনা কিছুদিন যাবৎ সামুতে একটি এ্যাড নিয়ে বহু তর্ক, বিতর্ক, পক্ষে, বিপক্ষে, আলাপ, আলোচনা হয়েছে। আমার মতে এমন এ্যাড দেওয়াতে দোষের কিছু দেখিনা তবে আরও কিছু এ্যাড বাড়ান যেতে পারে, একই এ্যাড দেখতে আর ভাল লাগেনা। সামুর সুবিধার্থে আমি নিচে আরও কিছু এ্যাডের উদাহরন দিলাম। ১। মেয়েদের জন্য পিলের এ্যাড দেওয়া যেতে পারে।

২। মেয়েদের জন্য কন্ডমের এ্যাড দেওয়া যেতে পারে। ৩। মেয়েদের জন্য কপার-টি এর এ্যাড দেওয়া যেতে পারে। ৪।

মেয়েদের জন্য ইন্জেকশন এর এ্যাড দেওয়া যেতে পারে। ৫। মেয়েদের পার্মানেন্ট ব্যবস্থার জন্য এ্যাড দেওয়া যেতে পারে। ৬। ছেলেদের জন্য ইন্জেকশন এর এ্যাড দেওয়া যেতে পারে।

৭। ছেলেদের জন্য আরও কন্ডমের এ্যাড দেওয়া যেতে পারে। ৮। ছেলেদের পার্মানেন্ট ব্যবস্থার জন্য এ্যাড দেওয়া যেতে পারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।