আমাদের কথা খুঁজে নিন

   

ডাচ্-বাংলা ব্যাংক : গ্রাহক হিসাবে ন্যূনতম জমা বাড়ছে আড়াই গুণ

ফারিয়াজ ডাচ্-বাংলা ব্যাংকে সঞ্চয়ী ও চলতি হিসাবের ন্যূনতম জমা প্রায় আড়াই গুণ বাড়ানো হয়েছে। আগামী মাসে এটি কার্যকর হবে। সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এরই মধ্যে ব্যাংকের সব এটিএম বুথের স্ক্রিনে এ-সংক্রান্ত নোটিস প্রদর্শন করা হচ্ছে। তবে ব্যাংকের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা।

সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পর্ষদ ন্যূনতম জমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সঞ্চয়ী হিসাবের ন্যূনতম জমা ৫০০ থেকে বাড়িয়ে ২ হাজার টাকা ও চলতি হিসাবের ন্যূনতম জমা ২ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়। এ ন্যূনতম জমা ১ জুলাই থেকে কার্যকর হবে। ডাচ্-বাংলা ব্যাংকের কয়েকটি এটিএম বুথ ঘুরে দেখা গেছে, এটিএম বুথে ন্যূনতম জমা বাড়ানোর তথ্য দেখে ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা। ব্যাংকের গ্রাহক ও রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুফিয়ান আহমেদ বলেন, ‘বাসা থেকে আমাকে প্রতি মাসে ৮ হাজার টাকা দেয়া হয়।

১ জুলাই থেকে ২ হাজার টাকা রেখে দিলে সমস্যায় পড়তে হবে আমাকে। ’ ব্যাংকের গ্রাহকরা বলছেন, তারল্য সংকট মেটাতে ব্যাংকের উদ্যোগ কোনোভাবেই সব গ্রাহকের ওপর চাপানো ঠিক হবে না। গ্রাহক হয়রানি মেটাতে এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ চেয়েছেন তারা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।