আমাদের কথা খুঁজে নিন

   

মায়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের জন্য আমাদের সাহায্যের হাতকে প্রসারিত করুন.===

সামুর প্রতি রইল অনেক ভালবাসা মুসলিম ভাতৃত্ববোধ যখন বাঙ্গালীদেরকে মায়ানমারের রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের হাতকে প্রশস্ত করতে বলছে তখন নাস্তিক ও লীগাররা স্বল্প সম্পদের উপর অধিক লোকের বোঝার অজুহাত দিচ্ছে. কয়টা লোকই বা হবে তারা? ৩লাখ? ৫লাখ? ৭ লাখ? আমাদের পপ গ্রোথ রেট ১.১২. হিসাব অনুযায়ী প্রতি মাসে ১৬লক্ষ নতুন শিশু জন্মায়. অল্প সম্পদে অধিক মানুষ পালা কি আমাদের ভূমিতে নতুন কোন ব্যাপার? না হলে ১ মাস আগেই আমাদের জনসংখ্যা ৭লাখ বেড়ে গেল. আমাদের ঢাকায় ১কোটি লোকের বাস তাও প্রতিদিন হাজার খানেক লোক ঢাকায় আসছে. তাদের জন্য কি আমাদের খাওয়া বন্ধ হয়েছে? কেন আমরা অল্প সম্পদের দোহাই দিয়ে কিছু বিপন্ন মানুষের জন্য আমাদের হাত প্রসারিত করব না? এই হল সেকুলার ও নাস্তিক জাতীয়তাবাদের বিষ, নিজের বর্ণের লোক ছাড়া আর কাউকে মানুষ বলে গণ্য করে না. কিন্তু মুসলিম ভাতৃত্ববোধ একজন অমুসলিমকেও জীবন বাঁচাতে আশ্রয় দেয়. মুসলিমরা নিজেকে বাঁচাতে সম্পদ কুক্ষিগত করে না, বরং তারা সবাইকে নিয়ে বাঁচতে চায়. তাই আমরা চাই না বর্ডারের এইপারে আমরা আরামে থাকবো আর আমাদের মুসলিম ভাইয়েরা ওইপারে নৌকার উপর থাকবে. কিভাবে আমরা ভুলে যাই যে তারা মানুষ ও আমাদেরই ভাই? আমরা যদি তাদের আশ্রয় না দেই তবে তাদের মধ্যে থেকেই এলটিটিই বা শান্তিবাহিনীকে জন্ম দেবে জাতিসংঘ. আমরা যদি তাদের দুঃখ শেয়ার করি, আমাদের সম্পদ ও সাহায্য শেয়ার করি তবে বাংলাদেশ আরেকটা ফাঁড়া থেকে বেঁচে যাবে. আমরা চাই না আমাদের স্বার্থপরতার সুযোগে আমেরিকা রোহিঙ্গা মিলিশিয়া তৈরি করে ভাইয়ের বিরুদ্ধে ভাইকে ব্যবহার করুক । - হাইড্রো

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।