আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সবচেয়ে ব্যবসাসফল ১০ টি মুভি!

সামহোয়ার ইন ব্লগে ১. ২০০৯ সালে রিলিজ হওয়া জেমস ক্যামেরনের মুভি এভাটার প্রায় ৩ বছর ধরে ১ম স্থানে আছে । একবিংশ শতাব্দীর সেরা মুভির একটি হচ্ছে এভাটার । যা আয় করেছে ২.৭৮২ বিলিয়ন ডলার! এভাটারই বিশ্বের প্রথম মুভি যা ২+ বিলিয়ন ডলার আয় করেছে । মুভিটি ব্লকবাস্টার হওয়ার পেছনে অবদান রয়েছে জেমস ক্যামেরন আর থ্রিডি প্রযুক্তির । ডাউনলোড লিঙ্কঃ এভাটার ২. দীর্ঘ ১২ বছর ১ম স্থানে থাকার পর জেমস ক্যামেরনের আরো একটি মুভি টাইটানিক (১৯৯৭) এখন ২য় স্থানে আছে।

বিংশ শতাব্দীর সেরা মুভির একটি টাইটানিক । এখন পর্যন্ত মুভিটি আয় করেছে ২.১৮৫ বিলিয়ন ডলার! এছাড়া টাইটানিক ১১টি অস্কার পুরুষ্কার পেয়েছে। টাইটানিক হচ্ছে বিশ্বের প্রথম মুভি যায় আয় করেছিলো ১+ বিলিয়ন ডলার । আর টাইটানিক হচ্ছে বিশ্বের ২য় মুভি যায় ২+ বিলিয়ন ডলার আয় করেছে ডাউনলোড লিঙ্কঃ টাইটানিক ৩. দি এভ্যাঞ্জার্স (২০১২) মুভিটি খুব অল্প সময়ে ৩য় স্থানে এসেছে। এই মুভিটি আয় করেছে ১.৫+ বিলিয়ন ডলার! মাত্র ১৯ দিনে ১ বিলিয়ন ডলার আয় করে নতুন রেকর্ড গড়েছে ।

এর আগে এভাটার সম্ভবত ২৭ দিনে ১ বিলিয়ন ডলার আয় করেছিলো । এখন পর্যন্ত যতো সুপার হিরো মুভি রিলিজ হয়েছে তার মধ্যে সবচেয়ে সফল মুভি হচ্ছে এটি এবং ডিজনীর সবচেয়ে ব্যবসাসফল মুভি। দি ডার্ক নাইট , পাইরেটস অফ দি ক্যারিবিয়ান, হ্যারি পটার, ট্রান্সফরমার্স এর মতো মুভির রেকর্ড ভেঙ্গেছে । ডাউনলোড লিঙ্কঃ দি এ্যাভেঞ্জার্স (ক্যামরিপ ) ৪. হ্যারি পটার সিরিজের সর্বশেষ মুভি “হ্যারি পটার এন্ড দি ডেথলি হ্যালোস পার্ট ২ (২০১১) ৪র্থ স্থানে রয়েছে । মুভিটি আয় করেছে ১.৩২৮ বিলিয়ন ডলার।

এটাই হ্যারি পটারের সর্বশেষ মুভি এবং এটাই প্রথম মুভি যা থ্রিডিতে তৈরি হয়েছে । এই মুভিটা ব্লকবাস্টার হওয়ার পেছনে হ্যারি পটারের মৃত্যুর অবদান রয়েছে । আমার জানামতে যে মুভিতে নায়ক মারা যায় সে মুভি নতুন রেকর্ড গড়ে যেমন – টাইটানিক । সেই হিসেবে বলতে পারি এই বছর দি ডার্ক নাইট রাইজেজে ব্যাটম্যানের মৃত্যুর সম্ভবনা বেশি। কারণ এইবার মুভিতে জোকার নেই ডাউনলোড লিঙ্কঃ হ্যারি পটার ৭.২ ৫. ট্রান্সফর্মারস সিরজের ৩য় মুভি ট্রান্সফর্মারস ডার্ক অফ দি মুন (২০১১) রয়েছে ৫ম স্থানে।

মুভিটি আয় করেছে ১.৩২৩ বিলিয়ন ডলার। দারুন সব VFX এই মুভির ব্লকবাস্টার হওয়ার অন্যতম কারণ। তবে কাহিনীর দিক দিয়ে আমার কাছে প্রথম মুভিটিকেই বস মনে হয় । তাছাড়া ট্রান্সফর্মারস ৩ এর নতুন নায়িকাটাকে মোটেও পছন্দ হয়নি । ডাউনলোড লিঙ্কঃ ট্রান্সফর্মাস ৩ ৬. দি লর্ড অফ দি রিংস এর ৩য় পর্ব দি রিটার্ন্স অফ দি কিং(২০০৩) ১.১১৯ বিলিয়ন ডলার আয় করে ৬ষ্ঠ স্থানে রয়েছে।

শুধু ব্যবসা নয় মুভিটি ১১টি অস্কার জিতে নিয়েছে। দারুন কাহিনী , ডিরেকশন, লোকেশন , VFX এর ফলে মুভিটি এতো সফলতা পেয়েছে । ডাউনলোড লিঙ্কঃ দি লর্ড অফ দি রিংস ৩ ৭. জনি ডেপ অভিনীত পাইরেটস অফ দি ক্যারিবিয়ানের ২য় মুভি ডেড ম্যান চেস্ট(২০০৬) রয়েছে ৭ম স্থানে । মুভিটি আয় করেছে ১.০৬৫বিলিয়ন ডলার। দারুন কাহিনী+VFX ছাড়াও আরেকটা কারণ রয়েছে মুভিটি ব্লকবাস্টার হওয়ার পেছনে।

সেটা হলো জনি ডেপের অনবদ্য অভিনয়ের জন্য । তার অভিনীত ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রটি আমার প্রিয় চরিত্রর মধ্যে একজন । ডাউনলোড লিঙ্কঃ পাইরেটস অফ দি ক্যারিবিয়ান ২ ৮. বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যবসাসফল এনিমেটেড মুভি টয় স্টোরি ৩ (২০১১) রয়েছে ৮ম স্থানে । মুভিটি আয় করেছে ১.০৬২ বিলিয়ন ডলার। দারুন কাহিনি + থ্রিডি প্রযুক্তির ফলে মুভিটি এতো সফলতা পেয়েছে।

ডাউনলোড লিঙ্কঃ টয় স্টোরি ৩ ৯. পারেটস অফ দি ক্যারিবিয়ানের আরো একটি মুভি অন স্ট্র্যাঞ্জার টাইডস (২০১১) রয়েছে ৯ম স্থানে। মুভিটি আয় করেছে ১.০৪১ বিলিয়ন ডলার । অসাধারণ এই মুভি সম্পর্কে কিছু বলার নেই! কারণ আমি দেখেছি ব্লগের অনেকেই এই মুভির রিভিউ দিয়েছে কিংবা এই মুভি সম্পর্কে আলোচনা করেছেন । ডাউনলোড লিঙ্কঃ পাইরেটস অফ দি ক্যারিবিয়ান ৪ ১০. সবশেষে ১০ম স্থানে রয়েছে জনি ডেপ অভিনীত আরো একটি ডিজনীর মুভি এলাইস ইন ওয়ান্ডারল্যান্ড(২০১০) । মুভিটি আয় করেছে ১.০২৩ বিলিয়ন ডলার ।

ডাউনলোড লিঙ্কঃ এলাইস ইন ওয়ান্ডারল্যান্ড বিঃদ্রঃ এই লিস্টে প্রথম দুটি মুভি জেমস ক্যামেরনের (এভাটার ও টাইটানিক) , ৩টি জনি ডেপ অভিনীত মুভি (এলাইস ইন ওয়ান্ডারল্যান্ড , পাইরেটস অফ দি ক্যারিবিয়ান ২ এবং ৪) আর ৫টি ডিজনীর মুভি (দি এ্যাভেঞ্জার্স , পাইরেটস অফ দি ক্যারিবিয়ান ২&৪ , টয় স্টোরি ৩ , এলাইস ইন ওয়ান্ডারল্যান্ড) _______________________________________ শেষে আপনাদের জন্য রইলো একটি বোনাস মুভিঃ- Warth Of The Titans (DVDRIP) মাত্র ৩৭৫ এমবি! Download Link- http://jumbofiles.com/a7i35kumsw0w Screenshots-  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.