আমাদের কথা খুঁজে নিন

   

দুই ব্রাজিলের(পর্তূগাল সহ) পরাজয়........আমি খুব খুশী!

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ আজকের দিনটা খুব স্মরণীয় থাকবে। যে পৃথিবীর দুই প্রান্তে একই জাতির ভিন্ন দেশ হিসেবে ফুটবলে পরাজিত হয়েছে। ইউরো ২০১২তে ১-০ গোলে জার্মানী পর্তূগালকে আর ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনা ব্রাজিলকে ৪-৩ গোলে হারিয়েছে। মেসি ব্রাজিলের বিরুদ্ধে হ্যাট্রিক করেছে। এই পর্তূগীজরা ক্রিমিনাল তথা দস্যুতা করতে ওস্তাদ।

কি পর্তূগাল কি ব্রাজিল উভয়েই ফুটবলে চোরা মাইর দিয়ে বিপক্ষ দলের খেলা নষ্ট করে দেয়। এই বিষয়ে জার্মানরা শারিরীক ভাবে শক্তিশালী হলেও আর্জেন্টিনা ব্রাজিলের সাথে কুলিয়ে উঠতে পারে না। ১৯৮২ সালের বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচে ম্যারাডোনাকে বার বার ফাউল করে তার খেলার সৌন্দর্যকে ব্যাহত করে। পরে এক সময় সে ক্ষিপ্ত হয়ে ব্রাজিলের এক খেলোয়াড়কে মারাত্নক চার্জ করলে লাল কার্ড দেখে। এই পর্যন্ত প্রায় সব ম্যাচেই ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনাই ফেয়ার খেলেছে।

চোরা মাইরের জন্য ফুটবলে ব্রাজিল ও পর্তূগালকে পছন্দ করি না। তাই আর্জেন্টিনার ভক্ত হিসেবে চাইব তারাও যেন ব্রাজিলের সাথে সতর্ক ভাবে খেলে। প্রয়োজনে ব্রাজিলকেও পাল্টা প্রতিরোধ গড়ে তাদেরও খেলার ছন্দ নষ্ট করে দেয়।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।