আমাদের কথা খুঁজে নিন

   

ইয়াবা আসক্তদের শারীরিক সমস্যা

ভালো। নেশার উপকরণ ইয়াবার মূল উপাদান মিথঅ্যামফিটামিন এবং ক্যাফেইন। ইয়াবাতে ২৫ থেকে ৩৫ মিলিগ্রাম মিথঅ্যামফিটামিন এবং ৪৫ থেকে ৬৫ মিলিগ্রাম ক্যাফেইন থাকে। এছাড়া ইয়াবাতে ব্যবহƒত উপাদানগুলোর মধ্যে লবণ, গৃহ কাজে ব্যবহƒত পরিষ্কার করার পদার্থ এবং ক্যামেরা ব্যাটারি থেকে প্রাপ্ত লিথিয়াম উল্লেখযোগ্য। ইয়াবাকে বিভিন্ন নামে ডাকা হয়।

ক্রেজি মেডিসিন, হিটলারস্ ড্রাগ, সাবু, বুলবুলিয়া নামগুলো উল্লেখযোগ্য। ইয়াবা থাইল্যান্ডে ক্রেজি মেডিসিন হিসেবে পরিচিত। ইয়াবাকে যে নামেই ডাকা হোক না কেন ইয়াবা ভয়ংকর একটি নেশা যা পুরো যুব সমাজকে ধ্বংস করে দিতে পারে। ইয়াবা সেবনে প্রাথমিক অবস্থায় যৌন উত্তেজনা বৃদ্ধি পায় আর পাশাপাশি ঘুম ও ক্ষুধা কম হয়। এ জন্যই তরুণ-তরুণীরা ইয়াবা সেবনে উৎসাহিত হয়ে থাকে।

ইয়াবা সেবনে সৃষ্ট যৌন উত্তেজনা সীমিত সময়ের জন্য অনুভূত হয়ে থাকে। এক থেকে দুই বছরের মধ্যে ইয়াবা সেবনকারীর যৌন উত্তেজনা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। চিকিৎসা করার পরও অনেক সময় অবস্থার উন্নতি হয় না। ইয়াবা সেবনে যৌবন ও জীবনীশক্তি হ্রাস পেতে থাকে। ইয়াবা সেবনকারীদের দাম্পত্য জীবন চিরতরে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।

ইয়াবা সেবনকারীদের নার্ভ বা øায়ুগুলো দুই থেকে তিন বছরের মধ্যে অচল হয়ে যায়। যেহেতু ইয়াবা সেবনকারীরা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ে, স্বাভাবিকভাবেই তারা মানসিক রোগে আক্রান্ত হতে পারে। অস্থিরতার কারণে তারা যে কোন অঘটন ঘটাতে পারে। মানসিক চাপ, দুশ্চিন্তার কারণে মুখের অভ্যন্তরে সাধারণত অ্যাপথাস আলসার থেকে শুরু করে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। এদের ক্ষেত্রে র‌্যামপ্যান্ট ক্যারিজ বা দন্তক্ষয় দেখা দিতে পারে।

ইয়াবার মূল উপাদান অ্যামফিটামিন শুষ্ক মুখের সৃষ্টি করে। শুষ্ক মুখের কারণে দন্তক্ষয় থেকে শুরু করে মুখে ছত্রাক সংক্রমণ ইত্যাদি সমস্যা দেখা দিয়ে থাকে। ইয়াবা প্রতিরোধে সমাজের সচেতন সবাইকে এগিয়ে আসতে হবে। অভিভাবকদের উচিত তাদের সন্তানদের প্রতি যতœবান হওয়া।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।