আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ: ৩০

৪ এপ্রিল, ২০১৩: # প্রশ্ন: আইপিএলে প্রতি মৌসুমেই ক্রিস গেইলের সুপার ফর্মের রহস্য কী? উত্তর: আরেহ্ִ, আইপিএলে তো আর সোহাগ গাজী নেই। # ক্রিস গেইল, এই মুহূর্তে টি২০র সবচেয়ে বিস্ফোরক ব্যাটসম্যানের জার্সি নাম্বারটা খেয়াল করেছেন? '৩৩৩'। ২০১০ এর গল টেস্টে শ্রীলংকার বিপক্ষে গেইলের ৩৩৩। যে ব্যাটসম্যান বলেছিলো, টেস্ট ক্রিকেট শেষ হয়ে গেলেও তার কিছু যাবে আসবে না, একটা টি২০ ম্যাচে তার জার্সি নাম্বারে একটা টেস্ট স্কোর! অ্যা ট্রিবিউট টু টেস্ট ক্রিকেট ফ্রম অ্যা টি২০ ফ্রি-ল্যান্সার। # শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, মুত্তিয়া মুরালিধরণ, ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান; একসাথে এত্তসব গ্রেট ক্রিকেটার।

বিরাট কোহলি, কাইরণ পোলার্ডের মত তরুণ তুর্কিরা। থাকতে পারতো খুব প্রিয় এবি ডি ভিলিয়ার্স, লাসিথ মালিঙ্গা এবং ড্যানিয়েল ভিটোরির ক্যালিবারের ক্রিকেটারও। একটা মাত্র টি২০ তেই সর্বকালের সেরা ব্যাটসম্যান, সর্বকালের সেরা বোলার এবং বিখ্যাত সব গ্রেট ক্রিকেটার! গতকাল সুনিল নারিনের বলে ডেভিড ওয়ার্নার স্লিপে জ্যাক ক্যালিসের ক্যাচে আউট হওয়ার পর একটা টুইট দেখালো, 'অ্যা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান, বোলড বাই আ ওয়েস্ট ইন্ডিয়ান বোলার, কট বাই অ্যা সাউথ আফ্রিকান ফিল্ডার অ্যান্ড অ্যা ইন্ডিয়ান ক্যাপ্টেন ইজ ডিলাইটেড; ওয়েলকাম টু আইপিএল'। ৫ এপ্রিল, ২০১৩: # দেশটার পাকিস্তান-আফগানিস্তানে রূপান্তরিত হতে আর খুব বেশি দেরি নেই! Click This Link # জিম্বাবুয়ে সফরের টেস্ট দলে ফিরেছেন সাকিব। প্রথম টেস্ট খেলার সম্ভাবনা কম থাকা সত্ত্বেও রাখা হয়েছে তামিম ইকবালকে।

ফিরেছেন শাহরিয়ার নাফিস এবং এনামুল হক জুনিয়রও। কিন্তু বয়সে 'জুনিয়র' হয়েও যে এনামুল হকের নামে 'জুনিয়র' নেই, তিনি এইচএসসি পরীক্ষার জন্য নিজেকে সরিয়ে নিয়েছেন। ৫ বছর পর পেসার সংকটের কারণে ফিরেছেন বাঁহাতি মিডিয়াম পেসার সাজেদুল ইসলাম। এই মৌসুমে রংপুর এবং নর্থ জোনের পক্ষে ২৭ টি ফার্স্ট-ক্লাস উইকেট পেয়েছেন সাজেদুল। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে ভালো করেও সদ্য ইনজুরি মুক্ত নাঈম ইসলাম বিবেচিত হননি।

তবে এটাই একমাত্র সারপ্রাইজ না, বিষ্ময়কর ভাবে দলে টিকে গেছেন শব্দের তীব্রতার ভিত্তিতে সর্বকালের সবচেয়ে আগ্রাসী বোলার শাহাদাত হোসেন! নিশ্চিত বলতে পারি, শাহাদাতের উপর আকরাম অ্যান্ড কোং এর আস্থা তার সদ্য বিবাহিত স্ত্রী থেকেও ঢের বেশি! ৬ এপ্রিল, ২০১৩: # ১৪০ প্লাস গতিতে এই দুধর্ষ আউটসুইংগার গুলো ক্যামনে করে রে বাপু! ডেল স্টেইন, ইউ বিউটি। # অবশেষে বিয়াল্লিশ বছর ধরে গড়ে ওঠা ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা সংশোধন না করার চরম মূল্য দিচ্ছে বাংলাদেশ। # মাঝে মাঝে কিছু সত্যি কথা লিখতে আরেকটা করোসপন্ডিং আইডির প্রয়োজনবোধ করি। অ্যাকাউন্টে বাপ-ভাই থেকে সব স্যার-ম্যাডামদের রেখে অনেক সত্য কথা সবসময় লেখা যায় না। কিছু লিখলেই বাড়ি থেকে লাগাতার ফোন আসতে শুরু করে।

আবার আরেকটা আইডি চালানোর মত সময়ও জোটে না। মাল্টি নিক ব্যবহার করবো, তাও ঠিক মানতে পারি না। মুসিবত, মহা মুসিবত! ৭ এপ্রিল, ২০১৩: # অন দ্যা ওয়ে টু 'মধ্যযুগ'। ৮ এপ্রিল, ২০১৩: # আরাকানদের হারিয়ে মোঘলরা চট্টগ্রামের নাম দিয়েছিলো 'ইসলামাবাদ'। পাকিস্তানের বর্তমান রাজধানীর নামটাও ইসলামাবাদ।

বাই দ্যা ওয়ে, চট্টগ্রাম একাত্তরে পুরোপুরি স্বাধীন হয়েছিলো তো? # ক'দিন ধরে টেবিল ফ্যানটা ঠিকমত চলছে না। হরতালের কারণে মেকানিকের কাছেও যেতে পারছি না। @[100000151400793:Trisha] ফোন দেওয়ায় বললাম, 'গরমে শ্যাষ হইয়া গ্যালাম গা, মাথা হট' । ও কইলো, 'কাছে ব্লগ আছে না? ব্লগ দিয়ে চালাও। ব্লগ দিয়ে ইন্টারনেট চালানো গেলে টেবিল ফ্যান চালানো যাবে না ক্যান?' তারপর থেকে ব্লগ দিয়ে টেবিল ফ্যান চালাইতেছি।

আহ্ִ, শান্তি! # আম্মু, আমি একন বোলক বাঙাবাঙি কেলা কেলবো। আমালে একন বোলক বাঙতে না দিলে আমি আজকে গুমাবো না, কিত্তু কাবোও না। আব্বুলে বলো বিকেলে দেনো আমালে মেলা মেলা; এই এত্তোগুলো বোলক কিনে আনে দেয়। তিকাছে? রাত্তিলে আমি ওগুলো বাঙবো। # ডুডস্ִ, ইউ নো, আজ আমার মশারির মধ্যে সাম মস্কুইটো এন্টার করেছিলো।

আমি ব্লগ প্লে করে দিলাম আর সাথেসাথেই, ইউ নো, মস্কুইটোগুলো সব টপাটপ ইন্তেকাল ফরমাইলো। ব্লগ দেখি অ্যারোসলের কাজ করে! গাইজ, কী আশ্চর্য! তাই না? আজকাল দেখি ব্লগ দিয়ে মস্কুইটো মারা যায়! # স্যাটেলাইট চ্যানেলগুলো যে টক-শোতে মিনিমাম একটা করে ছাগু আনেনি, সেই টক-শো কোনোদিনও জমেনি। যত উৎকৃষ্ট মানের ছাগু আনবে যে চ্যানেল, তত জমজমাট টক-শো; ততই টিআরপি রেটিং। সিমপ্লিয়েস্ট ফর্মুলা। ৯ এপ্রিল, ২০১৩: # এত কষ্ট করে এভাবে দু'-এক দিন পরপরই সংবাদ সম্মেলন করে হরতাল ডাকার দরকার কী? 'আগামী তিন মাস সরকারী ছুটির দিন বাদে টানা হরতাল থাকবে' -এটা বলে একবার ঘোষণাটা দিলেই তো ল্যাঠা চুকে যায় বাপু! # : বাবুল, পাই বা অভিকর্ষজ ত্বরনের মত আরেকটা ধ্রুবকের উদাহরণ দাও তো।

: স্যার, হরতাল। প্রতিটা কর্মদিবসেই কনস্ট্যান্ট। # ক্রমাগত হরতালের একঘেয়েমি জীবনে ফেসবুকে বসেই বিনোদন পেতে আর 'মডেল আরিফ খান', 'মুরাদ টাকলা' পেজগুলোকে একটু বিশ্রাম দিতে এসে গেছে গাদাখানেক ".....Confession" পেজ! # ১) জিম্বাবুয়ে সফরে স্পিন কনসালন্টেট হিসেবে যোগ হচ্ছে সাকলাইন মুশতাক। চুক্তির স্টাইলটা ভাল্লাগছে। বছরে প্রয়োজনমত ১০০ দিন বাংলাদেশের হয়ে কাজ করবে সাকলাইন।

সাকলাইনের আমলে স্পিনারদের আগেরবারের রেকর্ড বলার মত কিছু না হলেও একজন স্পিন কোচ থাকা সাপোর্ট করি। আমি আবার শেন ওয়ার্নের দর্শনে বিশ্বাসী না! ২) কেভিন পিটারসেনকে খুব মিস করতেছি। তবে আজ ডি ভিলিয়ার্সয়ের ফেরা দেখে ভালো লাগছে। ভিলিয়ার্স আমার অসম্ভব পছন্দের। মাল্টি স্কিলড প্লেয়ার।

হকি, রাগবি আর টেনিস খেলে ক্রিকেটে এসেছে। বোলিং বাদে সবকিছুই করে খুব ন্যাচারালি। আই কল হিম অ্যা অলরাউন্ডার। ওর ইম্প্রোভাইজেশন গুলো অন্য যে কারো থেকে বেশি ভালো লাগে। ঠিক গেইলের না, ভিলিয়ার্সের খেলা দেখতেই অপেক্ষা করি আমি।

৩) ইনবক্সে ম্যাসেজ আসতেছে, আমার খেলা নিয়ে লেখা কই? 'আরে ভাই, দেশের যে অবস্থা, কী যে বলেন এখন' -এটা বলে অজুহাত দেখাচ্ছি। আসল ব্যাপারটা তা না। বাংলাদেশের খেলা চলছে না এই মুহূর্তে। লেখার কিছু পাই না। আর আইপিএল যেমন নিয়মিত দেখার ইন্টারেস্ট পাই না, তেমনি এটা নিয়ে লেখার আগ্রহও বোধ করি না।

দু:খিত, এ আমার ব্যর্থতা। ১০ এপ্রিল, ২০১৩: # ইনসোমনিয়া। রাত-দুপুরে মেডিসিন শপে গেলাম। এক পাতা ব্লগ কিনলাম। মুখ ভর্তি পানি নিলাম।

পাতা থেকে একটা ব্লগ বের করে মুখে দিলাম। গিলে ফেললাম। সাথে সাথেই গভীর ঘুম। আহ্ִ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.