আমাদের কথা খুঁজে নিন

   

ইহা একটি ফেসবুক স্টেটাস: আমাদের এখানে ফেসবুক বন্ধ



বারো বছর পর এক বন্ধুকে পেয়েছিলাম। কদিন আগে পেলাম সতেরো বছর আগের আরো একজনকে। দু'জনই দেশের বাইরে থাকে। একজন ইতালি আর অষ্ট্রিয়ার সীমান্তে। আরেকজন অষ্ট্রেলিয়ায়।

এতোদিন মনে হয়েছে তারা আশেপাশে থাকে। পাশের বাড়ী। জানালা খুললেই চেহারা দেখা যায়। একটু আগে উপলব্দি করলাম আসলে আমাদের দুরুত্ব তো কম না। কারন ফেসবুকে ঢুকতে পারছিনা।

শুনলাম, ফেসবুক নাকি বন্ধ করে দেয়া হয়েছে। পরস্পরের মধ্যে দুরুত্ব পছন্দ করা আমাদের নেত্রীগণ আমাদের মধ্যেও দুরত্ব বাড়িয়ে দিলেন। পাকিস্তানে ফেসবুক বন্ধ করে দেয়া হয়েছে শুনে তাচ্ছিল্যের হাসি হেসেছিলাম। ভাবছিলাম একটা দেশ কীভাবে অন্ধাকারের দিকে তলিয়ে যাচ্ছে। আজ কী ভাবব, তাই ভাবছি।

ফেসবুকে অনেক বাজে কাজ হয়। অনেক ফাজলেমী হয়। তাই বলে কী বন্ধ করে দিতে হবে? মাথা ব্যাথার জন্য মাথা কেটে ফেলার চেয়ে ভয়ংকর ট্রিটমেন্ট। একজন হাসিনা খালেদার ব্যাঙ্গ চিত্র এঁকেছে সেটা যদি আপত্তিকর হয় তাকে গ্রেফতার করা হয়েছে বিচার হোক। শাস্তি পাক।

কিন্তু এমনি ব্যাঙ্গটা যদি শালীনতার মধ্যে হয় তাহলে কথা আছে। পৃথিবীজুড়েই ব্যাঙ্গ হয় বিখ্যাতদের। ব্যাঙ্গ হয় রাজনীতিবীদদের। এতে এমন প্রতিক্রিয়া!!! আল্লাহ আমাদের সহনশীল করুক। তবে এটা থেকে শিল্পীদের শিক্ষা নেয়ার যথেস্ট উপকরণ আছে, এরপর প্লিজ কেউ এমন করে কারো ব্যাঙ্গ চিত্র আঁকবেননা।

সে কারনে পেন্সিল, রঙ, তুলি আর্টপেপার বিক্রী বন্ধ হয়ে গেলে কোনোভাবেই কর্তৃপক্ষকে দায়ী করা যাবে না। পুনশ্চ : ফেসবুকে স্টেটাস আপডেট করতে না পারায় আমার সেই দূরবর্তী প্রিয় মানুষদের জন্য এখানে স্টেটাস দিলাম। যদিও তারা ব্লগ পড়ে কিনা তা আমি নিশ্চিত না। ছবি: ফেসবুকের প্রথম দিককার পেজ। যা দেখে এখন ফেস বিষন্ন হয় আর বুকে হাহাকার করে উঠছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।