আমাদের কথা খুঁজে নিন

   

কোরিয়ান মুভিঃ Mother (2009)

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে মাকে নিয়ে কোরিয়ান এই মুভির পরিচালক জুন হু বং? সিনেমাখোররা চিনেছেন? না চিনলে দু'টো মুভির নাম স্মরণ করুনঃ Memories of Murder (2003) এবং The Host (2006)। জ্বী এই দু'টো তারই বানানো। ক্রাইম-ড্রামা-মিস্ট্রি জেনারের মুভি মা। মধ্যবয়সী এই নারীর কোন নাম নেই সিনেমাতে। তার সাথে থাকে তার ২০ বছর বয়সী ছেলে ইয়ুন ডু-জুন।

ছেলেটি অপ্রকিতৃস্হ, হাবা-গোবা টাইপের। ঘুরে ভেড়ায় লাফাঙ্গা টাইপের এক বন্ধু জীন টাই এর সাথে। বন্ধুর পাল্লায় পড়ে এখানে সেখানে ঘটায় নানান অঘটন। গাছ-গাছড়া, লতা-পাতা থেকে নানারকম ঔষুধ বিক্রি করে দিন চলে মা এর। দরিদ্র পরিবারের উপার্জনের সবটুকু মা'র ব্যয় করতে ছেলের জন্য।

এইরকম সময় একদিন এলাকায় একটি মেয়ে খুন হয়। অদ্ভুত অবস্হায় পাওয়া যায় মেয়েটির লাশ। পারিপার্শ্বিক প্রমাণে পুলিশ খুনের দায়ে গ্রেফতার করে ইয়ুন কে। কিন্তু মা কিছুতেই বিশ্বাস করতে পারে না তার সহজ-সরল ছেলে কাউকে খুন করতে পারে। পুলিশ, উকিল সবার অসহযোগিতায় শেষ পর্যন্ত মা নিজেই তদন্তে নামে কে খুন করেছে সেই মেয়েটিকে।

কিন্তু শেষ পর্যন্ত কি খুজে পায় খুনীকে? বাচাঁতে পারে কি তার ছেলেকে?? সিনেমার শুরুর এবং শেষ দৃশ্য এটি ছেলে ইয়ুন ডু-জুন কোরিয়ান মুভি বা এই মুভির পরিচালককে নিয়ে নতুন কিছু বলার নেই। পরিচালনার মুন্সিয়না, কাহিনীর টুইস্ট, অভিনয় সব কিছুই অসাধারণ। কোরিয়ান সামাজিক অবস্হা কেমন তারও একটা চিত্র এই সিনেমাতে আছে। ট্রেইলারঃ ডাউনলোডের টরেন্ট লিংক ইউটিউবে ইংলিশ সাব সহ চার পার্টে আছে মুভিটি। দেখতে পারেন সেখান থেকেও।

(পার্ট ২-৩-৪ এর লিংক পাওয়া যাবে ভিডিওর নীচে) মুভিটি রেটেড R। কিছু সেক্সুয়াল কনটেন্ট, ভায়োলেন্স এবং ড্রাগ ব্যবহারের জন্য।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।