আমাদের কথা খুঁজে নিন

   

Dslr হাতে তুমি আর আমি স্বঘোষিত কবি

লেখার কপিরাইট স্বত্ব © হতভাগ্য কবি কংবা শুধুই একজন অপদার্থের নিকট সংরক্ষিত। তোমার মাঝে অদ্ভুত একটা ব্যাপার আছে, তুমি সবাইকে মুগ্ধ কর আবেগে, যাদুতে; তোমার কাছে পৃথিবীটা বেশী সুন্দর- তুমি পৃথিবীকে বিচার করতে পারো আলোয়, ফোকাসে, শাটার স্পিডে আমি পারি না.... তোমার হাতের ঐ অদ্ভুত যন্ত্রটাতে তুমি আবেগ বন্দি কর, আমি স্বঘোষিত কবি আমি বন্ধি করি শব্দে। কত শত সার্টিফিকেট তোমার ঘরে তাদের উপর ধুলো জমে আছে, তাও তুমি ছুটছো আবেগ বন্দি করতে, তোমার ছবির প্রদর্শনশালায় অনেক ছবির সমাহার, তুমি হয়তো জানোই না, তোমার সহস্র ছবির কোন একটির ফ্রেমে হয়ত তুমি বন্ধি করেছো তোমার মনুষ্যত্ব। তোমার কাছে ক্ষুধিত মানুষ, জীর্ণ শিশু একটা থিম হয়ে গেছে। সবাইকে বিচার কর তুমি ক্যামেরা ফেসের গুরুত্ব বিচার করে, তাও তুমি অন্য সবার থেকে আলাদা, প্রজ্ঞায় মেধায় অনন্য মানুষ...... © হতভাগ্য কবি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।