আমাদের কথা খুঁজে নিন

   

DSLR ক্যামেরা সম্পর্কিয় ... ... ...



আমি সামুতে ক্যামেরা নিয়ে কিছু পোষ্ট এবং ওয়েব সাইট ঘেটে মোটামুটি বুঝলাম, যাদের সখ DSLR ক্যামেরা ব্যবহার করার তাদের জন্য ক্যানন ও নিকন/নাইকনের কিছু মডেল আছে। ‌আমি মোটামুটি ভাবে সিদ্ধান্ত নিয়েছি নিকন/নাইকন ডি ৫১০০ ক্যামেরাটি কিনব। এখন মূল ব্যাপার হল আমি বেশ দ্বিধায় পরেছি .... আমার কিছু প্রশ্ন আছে যেমনঃ ১। এই মডেলটিতে ফোকাসমটর নাই ,এখন কথা হল ফোকাসমটর এর গুরুত্ব কতখানি? ২। আমি কি ফোকাসমটর হীন লেন্স ব্যাবহার করতে পারব , পারলেও সমস্যা কি কি হতে পারে? ৩। আমার পুরা কনসেপ্ট ক্লিয়ার না কেন নাইকন/নিকন ডি৫১০০ যদিও এই দামেই ক্যাননের ফোকাসমটর সহ ক্যামেরা পাওয়া যায়? ৪। আমি মূলত বাজেটের দিক বিবেচনা করে নাইকন/নিকনের এই মডেল চয়েজ করেছি এখন ৫০০০০-৬০০০০ টাকার মাঝে কি এর থেকে ভাল ক্যামেরা পাওয়া যাবে? ৫। আমি যদি দূরের পাখি বা চাঁদের ছবি তুলতে চাই তবে AF Zoom-Nikkor 70-300mm f/4-5.6G( ফোকাসমটর হীন লেন্স) লেন্সটি কতখানি কার্যকর? যারা অভিজ্ঞ এবং ক্যামেরা সম্পর্কে ভাল বুঝেন তাদের মূল্যবান মতামত চাচ্ছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।