আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজ সেভেনের সেটাপ জনিত সমস্যাগুলোর সমাধান

হারতে শিখিনি কোনদিন । হারবও না । অপারেটিং সিস্টেম উইন্ডোজের মধ্যে উইন্ডোজ সেভেন একটি জনপ্রিয় নাম । যদিও এক্সপির ব্যাবহার ছিল লক্ষনীয় । কিন্তু মাইক্রোসফট এক্সপির বাজারজাত বন্ধ করে দেয়ায় অনেকাংশে কমে গেছে এক্সপির ব্যাবহার ।

এরই ফাঁকে জনপ্রিয় হয়েছে উইন্ডোজ সেভেন । যদিও উইন্ডোজ এইট ইতিমধ্যে বাজারে এনেছে মাইক্রোসফট কিন্তু সেভেনের ইউজার বেড়েছে ঠিকই । এইটের এখনো এত ইউজার হয়নি । সেভেনের অসুবিধার থেকে সুবিধাই বেশী । আমি অনেকদিন ধরে সেভেন ইউজ করছি ।

আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি -সেভেনে ভুগান্তি অনেক কম পেয়েছি এক্সপি/ভিস্তার তুলনায় । কিন্তু যারা নতুন উইন্ডোজ সেভেন ব্যাবহারকারী তারা কিছু সমস্যার মুখো-মুখি হতে পারেন । যার কারন উইন্ডোজ সেভেন সেটাপের সময় ভুল করা । সমস্যাটা হল সি ডাইভে উইন্ডোজ, উইন্ডোজ ওল্ড ইত্যাদি পুরনো উইন্ডোজের ফোল্ডার,ফাইল থেকে যাওয়া । যা আপনাকে সমস্যায় ফেলবে ।

এগুলো আপনার সি ড্রাইভের প্রায় ১০ গিগাবাইট জায়গা খেয়ে বসে থাকবে ! আর আপনার তা বসে বসে দেখা ছাড়া আর কোন উপায় থাকবে না । কারন এগুলোর একটা ফোল্ডারও আপনি ডিলেট করতে পারবেন না । উইন্ডোজ সেভেন সিস্টেম তা আপনাকে ডিলেট করতে দেবে না । কোন সফটওয়্যার ব্যবহার করে তা আপনি ডিলেট করলে হয়তো আপনাকে কোন সমস্যায়ও পড়তে হতে পারে । .ছবিঃ- সেটাপ জনিত সমস্যা এগুলোর সৃষ্টি হয়েছে আপনার উইন্ডোজ সেটাপের সময় সি ড্রাইভ ফরম্যাট না করার কারনে ।

আপনি সেটাপ দেবার সময় সি ড্রাইভ ফরম্যাট করেন নি । ফরম্যাট করার অপসনটি আপনার চোখ খুজে পায়নি । চোখের কোন দোষ নেই । অপসনটি আসলে একটু লুকায়িত থাকে । যা খুজে বের করতে হয় ।

উইন্ডোজ সেভেনের সিডি বুট করার পর যখন দেখবেন কোন ড্রাইভে উইন্ডোজ ইন্সটল করবেন অপসন এসেছে তখন নিচের দিকে তাকান । আপনার হাতের ডান পাশের নিচে একটা অপসন আছে । অ্যাডভান্স ডিক্স বা তেমনি কিছু একটা নাম । যা দেখলেই আপনি বলতে পারবেন -হ্যা, এটাই সেই অপসন । সেই অপসনে ক্লিক করলেই দেখবেন ডিক্স ফরম্যাট, ডিলেটসহ বিভিন্ন অপসন চলে এসেছে ।

সেখান থেকে সি ড্রাইভ (সাবধান-অন্য ড্রাইভ যাতে ফরম্যাট না হয় ) ফরম্যাট করুন । এবার পুরো উইন্ডোজ সুষ্টুভাবে সেটাপ দিন । তাহলে আর এরকম সমস্যায় পড়বেন না । .ছবিঃ- উইন্ডোজ সঠিকভাবে দেয়া হলে এমন দেখাবে । সুতরাং উইন্ডোজ সেটাপ দেওয়ার সময়েই এ বিষয়ে সর্তক থাকতে হবে ।

যেন সঠিক ড্রাইভে সঠিক ভাবে উইন্ডোজ সেভেন ইন্সটল হয় । সঠিক ভাবে উইন্ডোজ সেটাপ না হলে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে । সঠিক ভাবে কাজ সাধন করলে আর কখনোই এরকম বিশাল সাইজের কোন ফাইল, ফোল্ডার আপনার সি ড্রাইভের জায়গা খেয়ে বসে থাকবে না । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.