আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজ ৮ এর ডিফল্ট বাংলা ফন্ট ব্যবহার করুন উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ এক্সপিতে

কম্পিউটার জগতে সবচেয়ে নতুন যে অপারেটিং সিস্টেম তার নাম উইন্ডোজ ৮। অনেকের ভাল লাগা না লাগার কারণ এই উন্ডোজ ৮। উচ্চ গতির অপারেটিং সিস্টেম হলেও জটিল এবং গ্রাফিক্স এর ব্যবহারের দরুণ অনেকেই এটা ব্যবহার করতে নারাজ। তবুও বলবো, উইন্ডোজ ৮ এর চেয়ে উইন্ডোজ ৭ বেশি দৃষ্টি নন্দন এবং এক কথায় অসাধারণ।
 
আমি সময়ে অসময়ে ল্যাপটপ, ডেস্কটপ উভয়ই ব্যবহার করে থাকি।

আমার ডেস্কটপ উচ্চগতি সম্পন্ন, গ্রাফিক্স ভাল দেয় বলে সেখানে উইন্ডোজ ৮ ব্যবহার করি। ল্যাপটপ তুলনামূলক ভাবে দূর্বল এবং কম গতি সম্পন্ন, উইন্ডোজ ৭ ব্যবহার করছি তাতেই এর অবস্থা বেশ নাজেহাল হয়ে যায়। তাছাড়া এর বয়স অনেক, বুড়ো বয়সে এত চাপ এখনো নিতে পারে এই বা কম কি? আমার ব্লগিং, ফেসবুকিং, মুভি দেখা সবই চলে যায় কোন রকমে।
 
উইন্ডোজ ৮ ব্যবহার করতে গিয়ে যে ব্যাপারটা দেখে মুগ্ধ হয়েছিলাম তা হলো এর ডিফল্ট বাংলা ফন্ট। এক কথায় অসাধারণ, আমাদের সিয়াম রূপালী, সোলায়মান লিপি, কালপুরুষ সবকিছুকেই হার মানাবে।

   উইন্ডোজ ৮ এর ডিফল্ট বাংলা ইউনিকোড স্ক্রিপ্ট এর ফন্টের নাম নির্মলা ইউ আই।
 
কিন্তু এখন সবাই তো উইন্ডোজ ৮ ব্যবহার করে নাহ। তো উইন্ডোজ ৭ যারা ব্যবহার করেন তারা কিভাবে এই ফন্ট ব্যবহার করবেন?   হিসাব কিন্তু খুবই সোজা, আপনাকে শুধু নিচের লিঙ্কে গিয়ে ডাউনলোড করে নিতে হবে উইন্ডোজ ৮ এর ডিফল্ট ফন্ট এর Zip ফাইল খানা।
 
ডাউনলোড লিঙ্ক 

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.