আমাদের কথা খুঁজে নিন

   

আওয়াজ দিন

সাহিত্য সম্পাদক,ঈদ-সংখ্যা সম্পাদক(ভাই-বোন,বন্ধু-শত্রু,পরিচিত-অপরিচিত,আত্মীয়-অনাত্মীয়)-দের দৃষ্টি আকর্ষণ করছি! গল্পটি লিখে শেষ করেছি!প্রথম নাম দিয়েছিলাম,‘ফেসবুক ভালোবাসা’,তারপর ওটা কেটে দিলাম,‘কবির প্রেম’!এটাও টিকলো না!ফাইন্যালি নাম দিলাম,‘জনম জনম তব তরে কাঁদিব’!কোন একটি ঈদ সংখ্যার জন্য লিখেছি!কিন্তু বড় বড় পত্রিকা,ম্যাগাজিনের সিলেক্টেড লেখক আছে!এইসব লেখক আবার সংশ্লিষ্ট পত্রিকার কর্মী অথবা তাদের আত্মীয়,বন্ধু,পরিচিতজন!এখন কী করবো?কারো পিছে দৌড়াতে পারবো না!কোন সাহিত্য সম্পাদক যদি আমার লেখাটি ছাপতে আগ্রহী থাকেন,আওয়াজ দিন.... নামের ব্যাপারে কোন সাজেশন থাকলে তাও দেবেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।