আমাদের কথা খুঁজে নিন

   

ক্লিকবিডি, সেলবাজারে প্রতারকদের আনাগোনা শুরু হয়েছে। পড়ুন, তাদের কৌশল জানুন, সবাই সাবধান হোন!

আহা আহা সখি, তুমি যাহা কর, মোর মনে লয় তাই... তোমার ফুলের পরাণে কেবল দিয়ে যায় বেদনাই। এই সাইট গুলোতে হটাৎ হটাৎ এ্যাড দেখবেন ব্র্যান্ড নিউ ইন্ট্যাক্ট সিলড্‌ ম্যাকবুক বিক্রী হবে মাত্র ৪৫ হাজার টাকায়! অথবা দেখবেন ইউকে থেকে সদ্য আনা একদম নতুন প্যাকেট খোলা হয়নি এমন আইফোন ৪এস বিক্রি হবে মাত্র ২৭ হাজার টাকায়!! (এরকম একটা বিজ্ঞাপনের উদাহরন দেখুন: Click This Link )। ফোনে যোগাযোগ করলে বলা হবে বিক্রেতা ঢাকার বাইরে কোন জেলায় থাকেন, আইফোন বা ম্যাকবুক কিনতে হলে আপনাকে সেখানে গিয়ে নিয়ে আসতে হবে, অথবা আপনাকে অপশন দেয়া হবে এসএ পরিবহনে পাঠাতে পারবে প্রডাক্ট, ঢাকায় এসএ পরিবহনের অফিস থেকে টাকা দিয়ে আপনাকে সেটা ছাড়িয়ে নিয়ে আসতে হবে। স্বভাবতই আপনি এসএ পরিবহনের অপশনটা বেছে নেবেন। এসএ পরিবহনে গেলে আপনাকে প্যাকেজ দেখতে দেয়া হবেনা।

আগে কাউন্টারে গিয়ে টাকা জমা দিয়ে আসতে হবে, তারপর আপনাকে সরাসরি পার্সেল ডেলিভারি দিয়ে দেয়া হবে। এরপরেই আপনি তা খুলতে পারবেন। এখন ঐ প্যাকেট খুলে থান ইট দেখলেও আপনার আর কিছু করার নেই। এসএ পরিবহন তার কোন রকম কোন দায়-দায়িত্ব নেবেনা। এসএ পরিবহনের অফিস আমার কাছে হওয়ায় ব্যাপারটা আমি নিজে গিয়েই যাচাই করে দেখেছি।

কিছুতেই আগে পার্সেল দেখাবেনা, শুধু আমার সন্দেহ দেখে মুচকি হাসে। এসএ পরিবহনে কন্ডিশনাল পার্সেল পাঠানো যায়। আপনি কোথাও পার্সেল পাঠাতে পারেন এই শর্তে যে ধরেন ওটা ৩০ হাজার টাকা দিলেই কেউ ছাড়িয়ে নিতে পারবে, আগে থেকে গ্রহীতাকে পার্সেল দেখানো যাবেনা বা পার্সেল খোলা যাবেনা। প্রতারকরা এই সুযোগটাই নেয়। এসএ পরিবহন ব্যাপারটা ভালো করেই জানে, কিন্তু ব্যবসার খাতিরে কোনরকম দায়-দায়িত্ব নেয়না, এটা ওদের অন্যায় আচরন বলে মনে করি আমি।

কাজেই কোন কিছু কেনার আগে বাজারদর যাচাই করুন। ভালো কোন প্রডাক্টের খুব বেশি কম দাম অবশ্যই খুব বেশি সন্দেহজনক। বিক্রেতার দেয়া কোন ঠিকানায় কখনই যাবেনা, সেখানে টাকা-পয়সা কেড়ে রেখে দিলে আপনার কিছুই করার থাকবেনা। সবচেয়ে ভালো হয় বসুন্ধরা সিটির মতো বড় কোন নিরাপদ মার্কেটে বিক্রেতাকে প্রডাক্ট নিয়ে আসতে বলা, সেখানে ভালো করে দেখে-শুনে তারপর লেনদেন করা, যদিও এরকম লেনদেন ঐ মার্কেটে নিষিদ্ধ, তারপরও নিজেদের সমঝতায় সেটা করা সম্ভব। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।