আমাদের কথা খুঁজে নিন

   

বিপদে পড়বেন? না, আগেই জেনে নিন ! (টেক ডোজ-৫)

এ আকাশ এমন আকাশ, কখনো ছায় মেঘে- সে আবার সুখেই ভাসে, দখিন হাওয়া লেগে যারা মোবাইল ফোন ব্যবহার করেন, অধিকাংশের একাধিক সিম কার্ড। অনেকেই সিম খুলে রাখেন দীর্ঘদিনের জন্যে। বেশ কিছু দিন পর চালু করতে গিয়ে দেখা যায়, নাম্বার টা মনে নেই। তাই টাকা লোড দেওয়া সম্ভব হয়না। আবার সিমে আগের টাকাও নেই, বা থাকলেও মেয়াদ নেই যে অন্য নাম্বারে কল দিয়ে নাম্বার জেনে নেওয়া যাবে। তো কি করা যায়? চিন্তা নেই, বুদ্ধি এখানেই- গ্রামীণ - *২# রবি - *১৪০*২*৪# এয়ারটেল - *১২১*৬*৩# বাংলালিংক - *৫১১# টেলিটক - মেসেজ অপশনে গিয়ে AR লিখে পাঠাতে হবে 222 আবার অনেকের জানতে হয়, বর্তমান কল রেট প্যাকেজ কোনটা, ব্যাপার না- গ্রামীণ - মেসেজ অপশনে গিয়ে xp লিখে পাঠাতে হবে 4444 বাংলালিংক - *১২৫# রবি - *১৪০*১৪# এয়ারটেল - *১২১*১*১*১# টেলিটক - মেসেজ অপশনে গিয়ে AR লিখে পাঠাতে হবে 222 ঝামেলা শেষ। তাই কোড গুলো টুকে রাখুন, বিপদে বন্ধু হবে। আরেকটা কথা, কোন মেসেজ চার্জ বা টাকা কাটবে না, ফুল ফ্রি !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।