আমাদের কথা খুঁজে নিন

   

বিপদে আছি

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

Aushovvo, Lompot, Itor, Bodmash, Harami, Fazil, Chotolok, Bekkol, Adikhilla, Chapabaz, Shoitaan ..... Allah apnake eshob loker kach theke rokkha korun. কাল রাতে আমার কাছে পাঠানো এক বন্ধুর এস.এম.এস এটি। প্রথমে কয়েকটা শব্দ পড়ে মেজাজ খারাপ হলেও শেষ লাইনটা পড়ে মজা পেয়েছি। বিপদে পড়লাম আজ সকালে। ব্যালান্স চেক করতে গিয়ে দেখি আমার ফ্রি এস.এম.এস জমে আছে ৭৪৭টি । তাই গ্রুপ এস.এম.এস করার চিন্তা করলাম।

আমার অপারেটর বাংলালিংক বিধায় বাংলালিংক নাম্বারগুলো নিয়ে ২টি গ্রুপ আগে তৈরি করা আছে আমার মোবাইলে। উপরের এস.এম.সি টি এই দুই গ্রুপে ফরোয়ার্ড করে দিলাম। ব্যাস শুরু হয়ে গেল খেলা। একের পর এক ম্যাসেজ আসছে - আমার ম্যাসেজের যথাযোগ্য উত্তর দেয়ার চেষ্টা চলছে। এর মধ্যে একজন পড়ে গেছে রগচটা।

তার নাম্বারটা যে গ্রুপে ছিল খেয়াল করি নি। দেখলে তার নাম্বারটা বাদ দিয়ে নিতাম। রগচটা তার বাংলা লিংক নাম্বার থেকে আমাকে কল দিল। যথারীতি ধরলাম না। কে আর সেধে গাল খেতে চায়।

আরেকটা কল এল আমার এক পুরোনো বন্ধুর কাছ থেকে। এ ব্যাটা হুজুর কিসিমের । কোন রসিকতা হজম করতে পারে না। সম্ভবত কোরান হাদীস থেকে বাণী শোনাবে। এ ধরনের রসিকতা যে জায়েজ নয়, সেটা জানাবে।

সকাল থেকে রগচটা অনেকবার ফোন দিল। আমি ধরলাম না। শেষ পর্যন্ত সে অন্য নাম্বার থেকে ফোন দিল। আমি ধরেই বুঝলাম ভুল করেছি। তাই হু হা করে কেটে দিলাম।

আবারও যে কোন সময় ফোন আসবে। বিপদে আছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।