আমাদের কথা খুঁজে নিন

   

নারায়ে তাকবীর

তপ্ত দুপুরের বাতস ভারি করে তুলে ওদের গম্ভীর স্লোগান। নারায়ে তাকবীর। গনতন্ত্র আজ ধর্মের পদদলিত। এত কষ্ট আর ত্যাগের স্বাধীনতা ধর্মের শৃঙ্খলে বন্ধ। হায়রে বাঙ্গালী মুসলমান... এত অন্ধ কেন তোদের ইমান!!!! অন্যায় এর প্রতিবাদে আজ রাজপথে কোথায় থাকিস তোরা মানুষের বিপদে ?? আরে বোকা, মানুষ যদি না বাঁচে ধর্ম লাগবে কোন কাজে? হাজারও মানুষ ক্ষুধায় মরে কি করেছিস তাদের তরে। খুব তো বলিস মুসলিম তুই সৃষ্টির সেবা করছিস কই? কত প্রান নষ্ট হচ্ছে কত মানুষ কষ্টে পাচ্ছে। তাদের চোখের জল মুছে অন্য কাজ করিস পাছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।