আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যুৎ নিয়ে কথা বললেই দেশদ্রোহী!!

বিদ্যুৎ নিয়ে কথা বললেই দেশদ্রোহী। কথাটি আমার না। গতকাল যারা টেলিভিশন দেখেছন তারা নিশ্চয় খবরিট দেখে থাকবেন। বর্তমান প্রধান মন্ত্রীর একজন উপদেষ্টা। যেনতেন উপদেষ্টা না সয়ং বিদ্যুৎ ও জালানী উপদেষ্টা গতকাল একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন।

তার মতে যারা বিদ্যুৎ নিয়ে সরকারের সমালোচনা করছে তারা হয় অজ্ঞ, না হয় জ্ঞানপাপী, না হয় সরকার বিরোধি আর তা না হলে তারা দেশদ্রোহী। এখন ভাই আমরা মন্ত্রী এমপিও না, সরকার প্রধান ও না। আমরা আমজনতা। এদেশের খেটে খাওয়া অতি সাধারণ মানুষ। আমার ঘরে বিদ্যুৎ থাকে না দিনের অর্ধেক সময় অথচ বিল বেড়েছে কয়েকবার।

আমার সারাদিনের পরিশ্রমের টাকা আমি দিচ্ছি মাসে মাসে কিন্তু সমালোচনা করতে পারবো না। এটা আবার কি ধরণের কথা। সমালোচনা করলে আমি জ্ঞানপাপী, অজ্ঞ, সরকার বিরোধী কিংবা দেশদ্রোহী। বা: বেশ বলেছেন জনাব উপদেষ্টা সাহেব। পাঠক একবার ভাবুনতো কে আসলে দেশদ্রোহী? যারা বিদ্যুৎ না পেয়ে সমালোচনা করছে তারা নাকি যারা বিদ্যুৎ দেবে বলেছিল কিন্তু দিতে পারছেনা, নিজেদের অপরাগতা স্বীকারও করছে না আবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে বার বার।

দেশের তেল গ্যাস বিদেশীদের কাছে বিক্রির চেষ্টা করেছ, দেশের সম্পদ চুরি করে কোটি কোটি টাকার মালিক হচ্ছে অল্প দিনের ভিতর। জনাব উপদেষ্টা একটা কথা মনে রাখববেন, এই দেশের সাথে, দেশের সাধারণ মানুষের সাথে প্রতারণা কের কেউ কোনদিন রক্ষা পায়নি। আর আজ যারা প্রতারণা করছে ভবিষ্যতে তারাও রক্ষা পাবে না। জনগণকে এভাবে গালি দেবন না। ভুলে যাচ্ছেন কেন জনগণই সকল ক্ষমার উৎস।

আরো একটা কথা সকলে মানেন এবং বলেন যিনি ভালো লোক তিনি কখনও অন্যকে গাল মন্দ করেন না আর যিনি গাল মন্দ করেন তিনি যে ভালো লোক না তা সকলেই জানেন। এখন পাঠক আপনারাই বিচার করুন কে অজ্ঞ, জ্ঞানপাপী আর দেশদ্রোহী। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.