আমাদের কথা খুঁজে নিন

   

LOADSCOUT দিয়ে অনলাইনেই ডাউনলোড করে নিন .RAR ফাইল এর ভেতর থেকে আপনার কাঙ্ক্ষিত যে কোন ফাইল। ব্যান্ডউইথ ও সময় দুটোই বাচান।

দুরে তুমি দাড়িয়ে লোডস্কাউড অসাধারন একটি সফটওয়্যার। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি, তাদের জন্য আমি বলব এটি খুবই কাজের এবং খুবই প্রয়োজনীয় একটি সফটওয়্যার। আমরা অনেকেই সিমিত ব্যান্ডউইথ এর ইন্টারনেট কানেকশান ব্যবহার করে থাকি। প্রায় সময় দেখা যায় যে, আমরা ইন্টারনেট থেকে কোন ছোট ফাইল ডাউনলোড করতে গিয়ে অনেক বড় আকারের ফাইল ও ডাউনলোড করে থাকি বা করতে বাধ্য হই। একটা উদাহরন এর মাধ্যমে একটু খুলেই বলি, ধরুন আপনার কাছে মাইক্রোসফট অফিস ২০১০ ভার্সন টা আছে, যা আপনি ব্যবহার করতে চাচ্ছেন।

কিন্তু ইন্সটল করার জন্য আপনার অবশ্যই সিরিয়াল কি বা লাইসেন্স দরকার, যা হয়ত আপনার কাছে নেই। এখন আপনি ইন্টারনেট থেকে এই লাইসেন্স কি ফাইল টি ডাউনলোড করতে চাচ্ছেন। ইন্টারনেটে খুজে খুজে মাইক্রোসফট অফিস ২০১০ এর ফুল ভার্সন টি .RAR ফরম্যাটে আপনি পেয়ে গেলেন, কিন্তু এই ফাইলটার সাইজ দেখলেন ৮০০ মেগাবাইট। এখন আপনাকে কিন্তু এই ৮০ কিলোবাইট এর সিরিয়াল কি ফাইল এর জন্য ৮০০ মেগাবাইট ফাইল ডাউনলোড করা লাগবে। এবার বুঝুন ঠেলা! আর আপনি যদি হোন ১ গিগাবাইট এর লিমিটেড ইউজার, তখন কি হবে? আর এই ৮০০ মেগাবাইট ডাউনলোড করতে আপনার কত সময় নস্ট হবে একবার ভেবে দেখুন।

আর আমাদের দেশে বিদ্যুৎ এর যে অবস্থা তাতে যে বিরম্বনার শিকার হতে হবে, তা না হয় নাই বললাম। আমার মনে হয় আমরা বেশিরভাগ লোকই এই সমস্যায় পড়েছি। আর হ্যাঁ, এ জন্যই আমি আপনাদের এই জটিল সফটওয়্যার টার কথা জানাচ্ছি, যাতে ৮০ কিলোবাইট এর জন্য ৮০০ মেগাবাইট ডাউনলোড করা না লাগে। এই সফটওয়্যার টির মাধ্যমে আপনি ইন্টারনেট থেকে যে কোন .RAR ফরম্যাটের ফাইল এর ভিতর থেকে আপনার সেই কাঙ্ক্ষিত ফাইল টি ডাউনলোড করতে পারবেন। কি মজা তাই না আর এর জন্য আপনাকে পুরো ফাইল ডাউনলোড করতে হবে না।

আমরা এমন অনেকেই আছি যারা বিভিন্ন সফটওয়্যার এর শুধুমাত্র কয়েক কিলোবাইট এর ফাইল এর জন্য অনেক সময় ও ব্যান্ডউইথ এর অপচয় করেছি। LOADSCOUT সফটওয়্যার টি অনলাইন এই RAR ফরম্যাট এর ফাইল এর ভিতর থেকে আপনার প্রয়োজনীয় ফাইলটিকে আলাদা ভাবে এক্সট্রাক করে ডাউনলোড করার সুবিধা দেয়। এর সাথে উইনরার (WinRar) সফটওয়্যার এর মিল আছে। আপনি যেমন (WinRar) সফটওয়্যার দিয়ে RAR ফরম্যাটের ভিতর থেকে যে কোন ফাইল এক্সট্রাক করে নিতে পারেন, ঠিক তেমনি লোডস্কাউট সফটওয়্যার টি কাজ করে, তবে এক্সট্রাক এর কাজটি অনলাইনেই করে নেয় এই সফটওয়্যার টি। অনেক প্যাচাল হল, আশা করি সবাই বুঝে গেছেন।

এখন আপনাদের কে দেখাব, কিভাবে আপনি লোডস্কাউট সফটওয়্যার এর মাধ্যমে এই কাজ টি করতে পারবেন। আসুন দেখা যাক তাহলে। প্রথমেই আপনাকে এই http://www.loadscout.com/loadscout.exe লিংক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। অথবা আমার করা পোরটেবল ভার্শনটি লাগলে আমি মেইল করে দিব। এরপর Start> All programs>SoftLogica>Loadscout এ ক্লিক করে সফটওয়্যার টি চালু করুন।

এমন একটি উইন্ডো দেখতে পাবেন। তারপর ওপেন ইউরাল (Open URL) এ ক্লিক করুন। নতুন একটি উইন্ডো পাবেন। এখন আপনি ইন্টারেনেট থেকে যে RAR ফরম্যাটের ফাইলটি ডাউনলোড করতে চাইছিলেন, তার ডাউনলোড লিঙ্কটি শুধু কপি করুন। এখানে দেখেন দুইটি অপশন আছে।

একটি হোলো এফটিপি (FTP) এবং আরেকটি হোলো এইচ টি টিপি (HTTP)। আপনার কাঙ্ক্ষিত ডাউনলোড ফাইলটি যদি এফটিপি (FTP) সার্ভারে থেকে থাকে, তাহলে এফটিপি (FTP) সিলেক্ট করুন। আর যদি এইচ টি টিপি (HTTP) সার্ভারে থেকে থাকে, তাহলে এইচ টি টিপি (HTTP) সিলেক্ট করুন। আর এই এই অপশন টি যদি না বুঝেন, তাহলে ফাইল এর ডাউনলোড লিংক টি সরাসরি (Enter a link to a media file to get info, Extract or dawnload it.) এই লেখাটির নিচের ফাকা অংশে পেস্ট করে দিন। আর কোন কিছু পরিবর্তন না করে OK তে ক্লিক করুন।

এখন এমন একটি উইন্ডো আসবে। একটু অপেক্ষা করুন। এরপর দেখবেন ডান পাশের ফাকা অংশে আপনার প্রদান করা লিংক এর রার ফাইল এর মধ্যে যা ছিল, তা সবই দেখা যাবে। এখন আপনি ওই ফাইল গুলোর মধ্যে থেকে যে ফাইলটি ডাউনলোড করতে চান, তার উপর একটি ক্লিক করে সিলেক্ট করুন। তারপর উপরের অংশে দেখুন Extract নামে একটি অপশন আছে।

সেটিতে ক্লিক করুন। এখন আপনার ফাইলটি কোথায় সেভ করবেন তা দেখিয়ে দিয়ে OK করুন। এবার বাম পাশে চেয়ে দেখুন আপনার সেই কাঙ্খিত ১ টি ফাইল ডাউনলোড করা শুরু হয়ে গেসে। আর বাকি সব ফাইল যা আপনার দরকার নেই সেগুলো হা করে বসে আছে। এভাবে আপনি আপনার মূল্যবান ব্যান্ডউইথ বাচালেন এবং সাথে সময়ও।

আশা করি আপনারা সবাই ভাল থাকবেন। আমার জন্য দোয়া করবেন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।