আমাদের কথা খুঁজে নিন

   

অদুর ভবিষ্যতে নামাজের উপরও কি নিষেধাজ্ঞা আসছে!

আমি নতুন কিছু পড়তে ভালবাসি বেশ কয়েকদিন যাবত ব্লগে বসতে পারি নাই, তাই কোন বিষয়ে লেখারও সুযোগ হয় নাই। আজ একটু সময় পাওয়ার কারনে লিখতে বসলাম, তবে লিখাটা আরও আগে লিখতে পারলে ভাল লাগতো। কয়েকবদিন আগে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে গিয়েছিলাম জুময়ার নামাজ আদায় করার জন্য। মসজিদে ঢুকার আগে বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। মসজিদের গেটে সহ আশপাশে দেখলাম আমাদের পুলিশ জাতিরা (পুলিশকে আমি এখন অন্য এক জাতিই মনে করি) লাইন ধরে দাঁড়িয়ে আছেন।

শুধু দাঁড়িয়ে থাকা নয় মুসুল্লিদেরকে সার্চ পর্যন্ত করছেন। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে কোন নতুন আসামীকে চেক করে জেলে ঢুকাচ্ছেন। মসজিদকে সাধারণত মানুষ নিরাপদ স্থান মনে করে থাকেন। কিন্ত সেই মসজিদও যদি আজকে পুলিশ দিয়ে ঘেরাও করে রাখা হয় তাহলে আগামীতে মানুষ মসজিদে যেতেও ভয় করবেন। কেউ হয়তো বলবেন যে মুসুল্লিদের নিরাপত্তার জন্যই পুলিশকে সেখানে রাখা হয়েছে, কিন্তু আপনারা যারা জাতীয় মসজিদে নামাজ পড়তে গিয়েছেন তারা অবশ্যই স্বীকার করবেন যে এধরনের কাজকে কোন অবস্থাতেই নিরাপত্তা বলা চলে না।

এভাবে চলতে থাকলে অনেক মানুষ ভয়ে সেখানে নামজই পড়তে যাবেন না। বেশ কিছুদিন আগে একজন জেলা জাজের বক্তব্য শুনছিলাম। তিনি বলেছিলেন, যেখানে দেশের মানুষ এত গরীব সেখানে মসজিদগুলোতে টাইলস লাগাতে হবে কেন (অথচ তারা প্রায় সবাই বাথ রুম, টয়লেটেও টাইলস লাগায়)! মসজিদের সামনে পুলিশ লাগিয়ে মুসুল্লিদেরকে সার্চ করা আর এই জাজের কথাগুলো চিন্তা করলে মনে সন্দেহ জাগে, আল্লাহ না করুন- অদুর ভবিষ্যতে এমন হবে না তো যে মসজিদে নামাজ পড়তেও অনেক বাধ্য বাধকতার সৃষ্টি করা হবে!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।