আমাদের কথা খুঁজে নিন

   

মুভি: Tower Heist ( মাত্র ৪০০ মেগাবাইটে হাই কোয়ালিটি ব্লুরে রিপ প্রিন্টের ডাউনলোড লিঙ্কসহ)

এই ব্লগবাড়ি ব্লগারের মতই ছন্নছাড়া । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলা হবে। বেশি ভাবাভাবির সময় নাই। প্রিয় অভিনেতা Ben Stiller ও Eddie Murphy অভিনীত হালকা চালের ক্রাইম কমেডি। মুভির কাহিনীও তেমন জটিল কিছুনা।

মূল চরিত্র Josh Kovacs (বেন স্টিলার) নিউইয়র্কের এক বিশালবহুল রেসিডেন্সিয়াল এপার্টমেন্ট "The Tower"-এর ম্যানেজার। সেই এপার্টমেন্টের বিত্তশালী এক বাসিন্দা Arthur Shaw-কে টাকা চুরির অভিযোগে বন্দী করে এফবিআই। প্রথমে এ অভিযোগ বিশ্বাস না করলেও একসময় Josh বুঝতে পারে - Arthur আসলেই দোষী। কাহিনী নতুন মোড় নেয়। একালের রবিনহুড Josh-এর নেতৃত্বে শুরু হয় চুরিকৃত ২০ মিলিয়ন ডলার উদ্ধারের অভিযান।

আর এ অভিযানে সংগী হয় ঐ হোটেলেরই কয়েকজন সহকর্মী আর এক চুরিবিদ্যা বিশেষজ্ঞ অভিযান কি সফল হবে? জানতে হলে দেখতে হবে পুরো মুভিটি... ___________________ Tower Heist কাতুকুতু টাইপ কমেডি মুভি না। সংলাপে যথেষ্ট বুদ্ধিদীপ্ততার ছাপ। আর বেন স্টিলার, এডি মারফির মত কমেডির গুরুর অভিনয় কোন পর্যায়ের তা বলার অপেক্ষা রাখেনা। বাকি সবার অভিনয়ও ভালো লেগেছে। ভাগ্য নিতান্তই ভালো বলে এখনও মুভি সমালোচক হতে পারিনি।

তাই অসংগতি খুঁজতে গিয়ে মুভির মজা থেকে বঞ্ছিত হয়ে হয়না সবমিলিয়ে Tower Heist দেখার সময়টুকু ভালো কেটেছে। দেখে আরাম পেয়েছি, আর কি চাই?! _____________________ ডাউনলোড লিঙ্কঃ আমি দেখেছি মাত্র ৪০০মেগাবাইট সাইজে রিপার Z3RO'র ব্লুরে রিপ। ইংরেজি সাবটাইটেল দেয়াই ছিল ডাউনলোড লিঙ্ক ১ - হিপফাইল | ৪০০ মেগাবাইট | সোর্স- ব্লুরে | ফ্রি রিজিউম সাপোর্ট- আছে | স্ক্রিনশট- ১ ২ ৩ অথবা লিঙ্ক ২- টার্বোবিট | ৭০০ মেগাবাইট | সোর্স- ডিভিডি | ফ্রি রিজিউম সাপোর্ট- নেই অথবা লিঙ্ক ৩- পাইরেটবে টরেন্ট | ৭০০ মেগাবাইট | সোর্স- ব্লুরে | সিডার ৯৫, লিচার ১২ | স্ক্রিনশট- ১ ২ ৩ অথবা লিঙ্ক ৪ - পাইরেটবে টরেন্ট | ৮৫০ মেগাবাইট | সোর্স- ডিভিডি | সিডার ৩৩৪১, লিচার ১৬৬ | স্ক্রিনশট- ১ ২ ৩  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।