আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহর কুদরত ।

আমি জানি আমি জানি না কেবলই আল্লাহর কুদরত ? কোন দূর্ঘটনা থেকে অলৌকিক ভাবে বেঁচে গেলে সবাই বলে -আল্লাহ বাঁচাইছে । কিন্তু একই দুর্ঘটনায় যারা মারা গেছে, তাদের সম্পর্কে কিন্তু বলে না যে –আ্ল্লাহই মারছে । ' এই ব্যপারটি বিখ্যাত দার্শনিক ফ্রান্সিস বেকন তার ‘নোভাম অর্গানম’- এর ৪৬তম সূত্রে বলেছিলেন-‘প্রতারিত বিশ্বাসীদের বিশ্বাসের সঙ্গে মিলে গেলে সেই প্রবঞ্চনামুলক বিদ্যার প্রতি তাদের বিশ্বাস আরও দৃঢ় হয় , আর যদি বিশ্বাসের সঙ্গে না মিলে ,তা’হলে তাকে উপেক্ষা করে। ’ বেকন এ ব্যপারে একটি ঘটনার উল্লেখ করেন । একবার একটি জাহাজডুবির পর কিছু মানুষ নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায় ।

চার্চে তাদের ছবি টাঙানো হয় । সে ছবি দেখে বিশ্বাসীরা বলেন- ‘এর পরও কি ঈশ্বরের শক্তি সম্পর্কে কারও সন্দেহ থাকে ?’ কিন্তু যখন জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করলেন- ‘যারা মারা গিয়েছিল তাদের ছবি কই ? তারাও নিশ্চয়ই জাহাজডুবির সময়ে ঈশ্বরের কাছে প্রার্থণা করেছিলেন ?’ বিশ্বাসীরা তখন নিশ্চুপ । যারা বেঁচেছিলেন তারা প্রার্থণার জন্যই বেঁচে গিয়েছিলেন-এইটে কুসংস্কার । নইলে মৃতরাও আ্ল্লাহর ইচ্ছেতেই মারা গিয়েছেন এটা মানতেই হবে । আমাদের প্রাক্তন এক মন্ত্রী অবশ্য ব্যপারটা ঠিক বুঝেছিলেন ।

একবার এক বালকের করুণ মৃত্যুতে তিনি এমনই এক কঠিন সত্য উচ্চারণ করে সমালোচিত হন যে,- ‘আল্লাহর মাল আল্লায় নিছে । ’ এমন সত্য বলতে নেই, সেটা হয়তো তিনি ভুলেছিলেন। সে কারণে অনেকেই আবার সৃষ্টিকর্তাকে শুধুই মঙ্গলময় ভাবতে চান। কেননা,তা নইলে হাজার হাজার ব্যকটেরিয়াসহ দুরারোগ্য ব্যধি সৃষ্টির দায়ভারও তো তাঁর উপরই বর্তায় । তিনি যেমন মধু দিয়েছেন, তেমনি ক্যান্সারও তো তারই দেওয়া ।

তাই সেই ইপিকিউরিও ধাঁধাঁর এখনও সমাধান হয় না - ঈশ্বর অমঙ্গল রোধ করতে পারেন, কিন্তু করেন না ? তাহলে তিনি সবর্শক্তিমান নন । তিনি পারেন ,কিন্তু করছেন না ? তা হলে তিনি অমঙ্গলকারী । তিনি পারেন এবং করেনও ? তাহলে অশুভ আসে কোত্থেকে ? তিনি পারেন না এবং করেনও না ? তাহলে কেন তাকে ঈশ্বর বলা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.