আমাদের কথা খুঁজে নিন

   

"সুপারমুন" : সেভেন ফ্যাক্টস ( কিছু ছবি সহ )

------------------------- আজ ২৩ জুন । চাঁদ চলে আসবে পৃথীবির খুব কাছেই । ইতিমধ্যে অনেকেই গতকাল রাতে অসাধরণ চাঁদটি দেখেছেন । আজ আরো কাছে চলে আসবে চাঁদ । সাধারণত বছরে একবার পৃথিবীর খুব কাছাকাছি চাঁদ অবস্থান করে যাকে "সুপারমুন" বলে ।

অনেকে বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের জন্য "সুপারমুন"-কেই দায়ী করে যদিও এই ধরনের অভিযোগের কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই । এইখানে ৭ টি অদ্ভুত ঘটনা দিচ্ছি যা হয়তো অনেকে জানেন না । ১/"সুপারমুন" কখনো পৃথিবী ধ্বংস করবে না- অনেকে মনে করেন চাঁদ খুব কাছাকাছি চলে আসায় পৃথিবীর সাথে সংঘর্ষ হতে পারে । আসলে এমন হবার কোন সম্ভাবনা এখনো পর্যন্ত নেই সুপারমুন একটা সাধারণ ঘটনা এবং এটি ঘটে যখন চাঁদ তার এলিপ্টিক্যাল অরবিট বা উপকক্ষপথে চলে আসে । ২/সুপারমুন কখনো শরীরের উপর বা ব্যাবহারের উপর কোন প্রকার প্রভাব ফেলে না ।

অনেকের ধারণা সুপারমুনের কারণে নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যা হয় । ৩/প্রতি বছর সুপারমুন হলেও সব সুপারমুন এক না । কক্ষপথের এই ভিন্নতার জন্য ও পৃথিবী-চাঁদ একে অপরের কাছাকাছি আসার জন্য সূর্যের গ্র্যাভিটি বা মধ্যাকর্ষনই দায়ী । ৪/শীতকালীন সুপারমুন সবচেয়ে বেশী সুন্দর ও বড় হয় । কারণ প্রতি বছরের ডিসেম্বরে পৃথিবী সূর্যের কাছাকাছি চলে যায় এবং মধ্যাকর্ষনের প্রভাবে চাঁদ সহ পৃথিবীর কাছে চলে আসে অন্যান্য সময়ের তুলনায় ।

৫/সুপারমুনের কারণে সামুদ্রিক ঢেউয়ের কিছুটা তারতম্য হলেও মূলত এই জন্য কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা নেই । অন্যান্য সময়ের তুলনায় সুপারমুনের সময় সাগরের ঢেউ কয়েক ইঞ্চি উঁচু ও বড় থাকে মাত্র । ৬/সুপারমুন-এ চাঁদ বড় দেখা গেলেও ক্রমান্বয়ে তা ছোট হতে থাকবে । কারণ প্রতিবছর চাঁদ পূর্বের বছর থেকে ৩.৮ সেন্টিমিটার দূরে চলে যায় । বিজ্ঞানীরা ধারণা করেন পৃথিবী শুরুর দিকে চাঁদ পৃথিবী থেকে মাত্র ১৪ হাজার মাইল বা ২২ হাজার ৫৩০ কিলোমিটার দূরে ছিলো কিন্তু এখন ক্রমান্বয়ে তা সরে গিয়ে ২ লক্ষ ৩৮ হাজার ৯০০ মাইল বা ৩,৮৪,৪০২ মাইল দূরে অবস্থান করছে ।

৭/প্রত্যেক বছর সুপারমুন হবে এবং তা উত্তর ও দক্ষিণ গোলার্ধ থেকে দেখা যাবে । এই হিসেবে এই বছর ২৩ জুনের পর আগামী বছর আগস্টে দেখা যেতে পারে সুপারমুন । ছবিঃ বায়ুমন্ডলে ডুবে যাওয়া চাঁদ । ছবিটি তোলা হয়েছে অ্যান্ড্রো কুপারসা ;৫ মে ২০১২ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশান থেকে । (Credit: NASA/ESA) ছবিঃ নিউ জার্সি তে সুপারমুন ।

বায়ুমন্ডলের ছিটানো নীল আলোর কারণে এই চাঁদ লাল বর্ণ ধারণ করেছে । (Credit: Gary Hershorn/Reuters) ছবিঃ মে ৫ , ২০১২ সালে টিম ম্যাককর্ডের তোলা ছবি । (Credit: Tim McCord) ছবিঃ মুম্বাই জুহু বীচে তে তোলা ছবি গত বছরের ৫ মে । (Credit: Jatin Raval) ছবিঃ ম্যাস, ওভার্নে গত বছরের মে ৫ তারিখের তোলা ছবি । (Credit: Imelda Joson and Edwin Aguirre) ছবিঃ চ্যাপ্টা চাঁদ ।

মহাকাশ স্টেশান থেকে অ্যান্ড্রো কুপারসের তোলা ছবি । (Credit: NASA/ESA) ছবিঃ বিলিয়ন বছর ধরে সুপারমুন ঘটে চলছে যার নির্দিষ্ট কোন সময় / তারিখ নেই । রিও ডি জেনিরিওতে তোলা গত বছরের ছবি। (Credit: Victor R. Caivano/AP) ছবিঃ নিক্কন পি-৯০ ডিজিটাল ক্যামেরা দিয়ে পিসা, ইটালি তে তোলা ছবি । (Credit: Giuseppe Petricca) ছবিঃ আন্তর্জাতিক মহাকাশ স্টেশান থেকে তোলা নীল আকাশ আর সুপারমুন ।

(Credit: NASA) ছবিগুলো কোথাও ব্যাবহার করতে অবশ্যই ফটোক্রেডিট ব্যাবহার করবেন । আগের লিখাঃ নাসা মিশনঃইরিস ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।